ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে শেকড়ের সন্ধানে মেগা কনসার্ট

প্রকাশিত: ০৭:২৬, ২৩ অক্টোবর ২০১৮

রাজশাহীতে শেকড়ের সন্ধানে মেগা কনসার্ট

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনেকদিন পর মাঠ আর গ্যালারি উপচেপড়া দর্শক দেখা গেলো। তবে কোন ফুটবল কিংবা ক্রিকেটের টানে নয়, স্টেডিয়ামমুখী হাজারো মানুষের স্রোত মেগা কনসার্ট ঘিরে। শনিবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত তারুণ্যের উচ্ছ্বাস আর উদ্দীপনায় হয়ে গেল মেগা কনসার্ট। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় শহরে ‘শেকড়ের সন্ধানে মেগা কনসার্টের’ রাজশাহী পর্বের আয়োজন ছিল শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন যাত্রায় অদম্য বাংলাদেশের এগিয়ে যাওয়া ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালী সংস্কৃতিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। এ কনসার্ট থেকে হাজারও তারুণ্য হাত উঁচিয়ে মহান মুক্তিযুদ্ধের পক্ষে ও দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন। উন্মুক্ত এ কনসার্ট সন্ধ্যায় শুরু হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব নাসিরউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, আরএমপি পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার। অনুষ্ঠানের শুরুতে উপমহাদেশের প্রখ্যাত গিটারিস্ট এলআরবি ব্যান্ডের প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়। এ কনসার্টে আইয়ুব বাচ্চুর অংশগ্রহণের কথা ছিল।তার অকাল মৃত্যুতে স্মৃতিচারণ করেন শিল্পী, কলাকুশলী, কর্মকর্তা ও দর্শকরা। অনুষ্ঠানে কুষ্টিয়ার লালন দলের শিল্পীরা লালন গীতি পরিবেশন করেন। এ সময় মিলন হবে কত দিনে, মানুষ ভোজলে সোনার মানুষ হবিসহ চারটি গান পরিবেশন করে লালন দল। পরে বিভিন্ন শিল্পী ও ব্যান্ডদলের আয়োজনে গান ও নৃত্য পরিবেশন করা হয়। কনসার্টে আইয়ুব বাচ্চু স্মরণে তারই গাওয়া ‘সেই তুমি কেন এতো অচেনা হলে’ শুধু মিউজিক বাজিয়ে ও উপস্থিত দর্শকদের কণ্ঠে গানটি পরিবেশন করা হয়। এ সময় কনসার্টে উপস্থিত দর্শকরা হাত তুলে মোবাইলের আলো জালিয়ে মিউজিকের তালে-তালে হাত নেড়ে বাচ্চুকে স্মরণ করেন। পরে স্টেডিয়ামের প্রধান ভবনের ছাদে আতশবাজি প্রদর্শন করা হয়। রাজশাহীর পবা থেকে সপরিবারে আসা আকলিমা বলেন, কনসার্ট দেখতে এসেছি। এদের সুসজ্জিত স্টেজ দেখেই ভাল লাগছে। বিশাল স্টেজে লাল-নীল আলোর জ্যোতি সবাইকে আলোড়িত করেছে। কাটাখালি থেকে আসা তমাল হাসান বলেন, এতো সুন্দর আয়োজন আগে দিখিনি। পরে অনুষ্ঠানের মূলপর্বে মিউজিক কম্পোজার তাপসের পরিচালানায় জনপ্রিয় সব গান পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী কুদ্দুস বয়াতি, চিস্তি বাউল, ঐশি, রিংকু, জানে আলম, রেশমি, পুলক, শামীম প্রমুখ। বাদ্যযন্ত্রে ছিলেন দেশের বাইরের শিল্পী আনারাকিতা, নেলি, সিনান, আরসাদ খান, শিবামণি। রাত ১১টা পর্যন্ত চলে এ কনসার্ট।
×