ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডোমার গোল্ডকাপ ফুটবলে ডিমলা সুলতান একাদশ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৭:১৭, ২৩ অক্টোবর ২০১৮

ডোমার গোল্ডকাপ ফুটবলে ডিমলা সুলতান একাদশ চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ফুটবলপ্রেমীদের জোয়ারে নীলফামারীর ডোমার উপজেলা পাঙ্গা মহেশ চন্দ্রনালা উচ্চবিদ্যালয়ে মাঠটি ছিল ঠাসা। সোমবার বিকেলে এই মাঠে অনুষ্ঠিত হলো আব্দুল হাকিম ভট্টু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। উৎসব মুখোর পরিবেশে এই ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয় ডিমলা সুলতান একাদশ। চ্যাম্পিয়ানরা পাঙ্গা টাইগার একাদশকে ১-০ গোলে পরাজিত করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (কল্যাণ ও পুনর্বাসন) এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমী। সুমী নীলফামারী-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুমী বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার জন্য বিশেষ ভাবে জোড় দিয়েছেন। দেশে মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে খেলাধুলার বিকল্প নেই। তিনি এলাকার তরুণ ও যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান। সুমী আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ বছরে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশের উন্নয়নে মহাসড়ক স্থাপন করেছেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য এলাকাবাসীকে আহ্বান জানান। পুরস্কার বিতরণীতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল ইসলাম। আব্দুল হাকিম ভট্টু জানান পাঙ্গা বন্ধু একতা সংঘের আয়োজনে উক্ত টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়।
×