ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিক্সিং নিয়ে আল জাজিরার নতুন বোমা

প্রকাশিত: ০৭:১৭, ২৩ অক্টোবর ২০১৮

ফিক্সিং নিয়ে আল জাজিরার নতুন বোমা

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের শুরুতে স্পট ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে তথ্যবহুল একটি প্রামাণ্যচিত্র প্রচার করে ক্রিকেটবিশ্বে হৈচৈ ফেলে দিয়েছিল টিভি চ্যানেল আল জাজিরা। এবার ক্রিকেটের অন্ধকার জগত নিয়ে অনুসন্ধানমূলক প্রামাণ্যচিত্রের দ্বিতীয় পর্ব প্রকাশ করে নতুন বোমা ফাটিয়েছে কাতারভিত্তিক টিভি চ্যানেলটি। এবার দাবি করা হয়েছে, নামীদামী অনেক তারকা ক্রিকেটার স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত। যাদের মধ্যে রয়েছেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তানের ক্রিকেটাররা। শুধু তা-ই নয়, ২০১১-১২ সালে ফিক্সিং হয়েছে, এমন ১৫ ম্যাচের তালিকা প্রকাশ করেছে এই চ্যানেলটি। লর্ডসে ভারতের টেস্টের সঙ্গে এই তালিকা রয়েছে বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচও! ২০১১ থেকে ২০১২ সালে ১৫ ম্যাচে মোট ২৬টির মতো স্পট ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে বলে জানাচ্ছে আল জাজিরা। এই ২৬ স্পট ফিক্সিং হওয়া ঘটনাগুলোর মধ্যে রয়েছে ছয় টেস্ট, ছয় ওয়ানডে এবং তিন টি২০ বিশ্বকাপের ম্যাচ। এসব দাবির পক্ষে তাদের কাছে সুস্পষ্ট তথ্য-প্রমাণ রয়েছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। আল জাজিরার দাবি, স্পট ফিক্সিংয়ের সঙ্গে সবচেয়ে বেশি জড়িত ইংল্যান্ডের ক্রিকেটাররা। ২০১১-২০১২ সালের মধ্যে মোট সাত ম্যাচে স্পট ফিক্সিংয়ে জড়িয়েছেন ইংলিশরা। অজি ক্রিকেটাররা স্পট ফিক্সিংয়ে জড়িয়েছেন পাঁচ ম্যাচে। পাকিস্তানের ক্রিকেটাররা জড়িয়েছে তিন ম্যাচে এবং এক ম্যাচে স্পট ফিক্সিংয়ে জড়িয়েছেন অন্য দেশের ক্রিকেটাররাও। এই ফিক্সিং চক্রের অন্যতম নায়ক অনীল মুনাওয়ার এবার ফোনে ও গোপন ক্যামেরার সামনে সরাসরি বলেছেন, ২০১১-১২ মৌসুমে কোন কোন ম্যাচে ফিক্সিং হয়েছে; যা তার ফোনের কথাবার্তা রেকর্ড করে জানা গেছে বলে দাবি চ্যানেলটির। আল জাজিরার নতুন এই অভিযোগে আবারও তোলপাড় শুরু হয়ে গেছে ক্রিকেটবিশ্বে। আইসিসি ইতোমধ্যে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার কাছে আবেদন জানিয়েছে, তাদের কাছে থাকা যাবতীয় তথ্য-প্রমাণ দিয়ে নতুন ওঠা অভিযোগের তদন্তে সহযোগিতা করার জন্য।
×