ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুশানবেতে কঠোর অনুশীলনে মৌসুমীরা

প্রকাশিত: ০৭:১৪, ২৩ অক্টোবর ২০১৮

দুশানবেতে কঠোর অনুশীলনে মৌসুমীরা

স্পোর্টস রিপের্টার ॥ দক্ষিণ এশিয়া জয় করা বাংলাদেশের মেয়েদের এবারের চ্যালেঞ্জ এশিয়া জয় করা। এ লক্ষ্যে বাংলাদেশ অনুর্ধ-১৯ নারী ফুটবল দল বর্তমানে তাজিকিস্তান অবস্থান করছে। ‘এএফসি অনুর্ধ-১৯ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব খেলতে দিন কয়েক আগে তাজিকিস্তানের দুশানবেতে গেছেন মৌসুমী, মারিয়া, সানজিদারা। বাছাইপর্বে বাংলাদেশের মেয়েরা প্রতিদ্বন্দ্বিতা করবে ‘ডি’ গ্রুপে। দুশানবে যাওয়ার পর থেকেই অনুশীলনে কঠিন ঘাম ঝরিয়ে চলেছেন কোচ গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। দক্ষিণ এশিয়ায় সফল হলেও এটি বাংলাদেশের জন্য কঠিন সফর। প্রতি ম্যাচেই বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে। আগামীকাল বুধবার শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচ সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন মেয়েরা। গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ চাইনিজ তাইপে (২৬ অক্টোবর) এবং স্বাগতিক (২৮ অক্টোবর) তাজিকিস্তান। শেষের দুটি দল বাংলাদেশের জন্য তুলনামূলক সহজ হলেও কোরিয়া অনেক কঠিন প্রতিপক্ষ। এজন্য প্রথম ম্যাচ নিয়েই বেশি সিরিয়াস বাংলাদেশ দল। কোচ ছোটন এই বাধা টপকাতে শিষ্যদের তামিল দিচ্ছেন। অনেকের মনে এই আসর ঘিরে প্রত্যাশা থাকলেও আগেই তা নিয়ে ভাবছেন না ছোটন। তিনি বড় কোন আশার বাণী শোনাচ্ছেন না। বাস্তবতা বুঝেই ছোটন বলেন, দক্ষিণ কোরিয়া অনেক শক্তিশালী দল। দক্ষিণ কোরিয়াকে বাদ দিয়ে আমরা তাইনিজ তাইপে ও তাজিকিস্তানের বিপক্ষে জয়ের জন্য প্রস্তুত হচ্ছি। বাছাইপর্ব থেকে মোট ছয় গ্রুপ চ্যাম্পিয়ন দল ও দুটি সেরা রানার্সআপ দল খেলবে দ্বিতীয় পর্বে। বাংলাদেশের পক্ষে তাই দ্বিতীয় রাউন্ডে উঠা বেশ কঠিন। তারপরও মেয়েদের কোচ বলছেন সেরা রানার্সআপ হতে চান তারা। এ প্রসঙ্গে ছোটনের ভাষ্য, যেহেতু দক্ষিণ কোরিয়া আছে তাই দ্বিতীয় রাউন্ড অনেক কঠিন। তারপরও দুটি গ্রুপ রানার্সআপ দল দ্বিতীয় রাউন্ডে খেলবে। আমরা চেষ্টা করব আমাদের বাকি দুটি ম্যাচ জেতার জন্য। যেন দ্বিতীয় হওয়ার সুযোগ থাকে। তবে আমরা যদি কোরিয়াকে আটকে দিতে পারি সেটা হবে দারুণ সাফল্য। আমাদের প্রাথমিক লক্ষ্য এটাই। সাফ অনুর্ধ-১৮ দলটির সঙ্গে এই দলটির তেমন কোন পার্থক্য নেই। এসএসসি নির্বাচনী পরীক্ষার জন্য দলের সঙ্গে যেতে পারেননি সাজেদা খাতুন। তার স্থানে ইনজুরি থেকে ফিরে দলের সঙ্গে যোগ হয়েছে নার্গিস খাতুন। দুশানবেতে ম্যাচ হবে টার্ফে। আর তাপমাত্রা প্রায় ভুটানের কাছাকাছি (১৬-২০ ডিগ্রী)। বাংলাদেশের ম্যাচগুলো দিনের আলোতেই হবে। তাই এগুলো বাড়তি সুবিধা হবে লাল-সবুজদের জন্য। এ নিয়ে বাংলাদেশ অনুর্ধ-১৯ মহিলা দল এই আসরে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে। প্রথমবার খেলেছিল ২০১২ সালে। সেবার তারা গ্রুপ পর্বে উজবেকিস্তানের কাছে ২-০ এবং ভারতের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছিল। দুশানবেতে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলোর সঙ্গে আগেও বিভিন্ন সময়ে খেলার অভিজ্ঞতা আছে। ২০১৬ সালে এএফসি অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে চাইনিজ তাইপেকে ৪-২ এবং ২০১৪ সালে এএফসি অনুর্ধ-১৪ বালিকা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে (সাউথ এ্যান্ড সেন্ট্রাল) তাজিকিস্তানকে ৯-১ গোলে হারিয়েছিল লাল-সবুজের মেয়েরা। তবে দক্ষিণ কোরিয়ার কাছে ০-৬ গোলে হারের তিক্ত অভিজ্ঞতাও আছে। খেলাটি হয়েছিল ২০১৭ সালে, কোরিয়া কন্ডিশনিং ক্যাম্প সফরে। এবার শুরুতেই কোরিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে তাই সতর্ক বাংলাদেশের মেয়েরা।
×