ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোনারগাঁ থানার ওসি এসআইয়ের অপসারণ দাবি

প্রকাশিত: ০৭:০১, ২৩ অক্টোবর ২০১৮

সোনারগাঁ থানার ওসি এসআইয়ের অপসারণ দাবি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম ও এস আই সাধন বসাকের অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ী জাহিদুল ইসলাম। তাদের অভিযোগ পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করার পর থেকে ওসি ও এসআই মামলা তুলে নিতে বারবার হুমকি দিচ্ছে। তিনি অভিযোগ করেন, ওসি মোরশেদ আলম ও এসআই সাধন বসাক স্বপদে বহাল থাকলে তদন্ত কাজে প্রভাবিত করবে। এজন্য তিনি দুই জনের অপসারণ দাবি করেন। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব শহীদ হানিফ খান মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পুলিশের নির্যাতনের শিকার ব্যবসায়ী জাহিদুল ইসলাম স্বপন। এ সময় আরও উপস্থিত ছিলেন জমির মালিক মাছুম চৌধুরী এবং আনিছুর রহমান। জাহিদুল ইসলাম অভিযোগ করেন, সোনারগাঁ উপজেলার দত্তপাড়া গ্রামের ১৭২ শতাংশ জমি নিয়ে এক শিল্প প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। জাফর ইকবাল নামের ওই শিল্প প্রতিষ্ঠানের মালিকের পক্ষ নিয়ে ওসি মোরশেদ আলম ও এস আই সাধন বসাক চলতি মাসের ৮ অক্টোবর তাকে বিরোধপূর্ণ জমির ঘর থেকে ধরে নিয়ে থানায় আটকে রেখে অমানসিক নির্যাতন চালায় এবং ৫০ লাখ টাকা ঘুষ দাবি করে। নির্যাতনের শিকার হয়ে ওসি এবং এস আইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন জাহিদুল ইসলাম। মামলাটি এসএসপি পদমর্যাদার নিচে নয় এমন একজন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদালত নির্দেশ দেন। এ অবস্থায় জাহিদুল ইসলাম আশঙ্কা করছেন ওসি এবং এস আইকে সোনারগাঁও থানা থেকে অন্যত্র বদলি না করা হলে তিনি (জাহিদুল ইসলাম ) আরও নির্যাতনের শিকার হবেন। পাশাপাশি মামলার তদন্তেও তাদের প্রভাব পড়তে পারে। উল্লেখ্য, গত ১১ অক্টোবর ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম ও এসআই সাধন বসাকের বিরুদ্ধে থানায় আটকে রেখে শারীরিক নির্যাতন ও ৫০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ এনে মামলা দায়ের করেন।
×