ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৬:৫৯, ২৩ অক্টোবর ২০১৮

বাংলাদেশীকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত থেকে মোহাম্মদ জেম নামে এক বাংলাদেশীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। যদিও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এ তথ্য নিশ্চিত করেনি। নিহত জেম শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের আব্দুল হামিদের ছেলে। মনাকষা ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন খুররমসহ স্থানীয়রা জানান, সোমবার ভোররাতে ১৭৫ ও ১৭৬ সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় গেলে বিএসএফ সদস্যরা গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান জেম। পরে তার সহযোগিরা মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এখলাস জানিয়েছেন, সীমান্তে ওই বাংলাদেশী কেন গিয়েছিলেন বা তাকে কারা হত্যা করেছে এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে সভা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ম্যুরাল এবং মহান মুক্তিযুদ্ধে প্রজাতন্ত্রের শহীদ কর্মকর্তা/কর্মচারীদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ বিষয়ক সভা সোমবার কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রখ্যাত ভাস্কর শিল্পী হামিদুজ্জামান, কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, গণপূর্ত বিভাগ এবং স্থাপত্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। -বিজ্ঞপ্তি
×