ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চবি ভিসির বিরুদ্ধে আদালতের রুল

প্রকাশিত: ০৬:৫৮, ২৩ অক্টোবর ২০১৮

চবি ভিসির বিরুদ্ধে আদালতের রুল

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৮ শিক্ষকের কলেজে ফিরে যাওয়ার ওপর দেয়া হাইকোর্টের স্থগিতাদেশ না মানার অভিযোগে উপাচার্য, রেজিস্ট্রার এবং আরও দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছেন রিটকারী এক আইনজীবী। তবে আদালত অবমাননার অভিযোগ অস্বীকার করেছেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সোমবার দুপুরে বিচারপতি মামুনুল রহমান ও আশিষ রঞ্জনের আদালতে এই রিট করা হলে আদালত তা আমলে নিয়ে কেন তাদের বিশ্ববিদ্যালয়ে রাখা হবে তা জানতে চেয়ে রুল জারি করেন। এ বিষয়ে আইনজীবী ফাহমিদ সারওয়ার বলেন, ‘পূর্বে দেয়া আদেশের ওপর আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও ১৮ শিক্ষককে পদায়ন করা হয়নি। এতে আদালতের রায়ের অবমাননা হয়েছে। সেজন্য উপাচার্যসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করা হয়েছে। আদালত কেন তাদের শোকজ করা হবে না তা জানতে রুল জারি করেছেন।’
×