ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ওয়াসার সেপটিক ট্যাঙ্কে নেমে ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৬:৫৭, ২৩ অক্টোবর ২০১৮

চট্টগ্রামে ওয়াসার সেপটিক ট্যাঙ্কে নেমে ২ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ওয়াসার পানি শোধনাগারের নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কে নেমে গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত দু’জনই ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মী। সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত দুই শ্রমিকে রনাম নজরুল (৩০) এবং ইউসুফ (২২)। হাটহাজারীতে ওয়াসার মদুনাঘাট এলাকায় বাস্তবায়নাধীন প্রকল্পের সেপটিক ট্যাঙ্কের ছাদ ঢালাই হয় প্রায় বিশ দিন আগে। সোমবার সকালে ঢাকনা খুলে এই দুই শ্রমিক নিচে নামে ছাদের সেন্টারিং খোলার জন্য। এ সময় তারা গ্যাসে আক্রান্ত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, ট্যাঙ্কে এ্যামোনিয়া গ্যাস জমা হয়ে গিয়েছিল। এই গ্যাসের কারণে দুই শ্রমিকের দম বন্ধ হয়ে যায়। নিশ্বাস নিতে না পেরে তারা গুরুতর অসুস্থ হয় এবং একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
×