ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুইজারল্যান্ড যাওয়ার পথে দুবাইয়ে রাষ্ট্রপতির যাত্রা বিরতি

প্রকাশিত: ০৬:৫৬, ২৩ অক্টোবর ২০১৮

সুইজারল্যান্ড যাওয়ার পথে দুবাইয়ে রাষ্ট্রপতির যাত্রা বিরতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিশ্ব বিনিয়োগ ফোরাম-২০১৮ এর শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য সুইজারল্যান্ডে পাঁচদিনের সরকারী সফরে জেনেভা যাওয়ার পথে সোমবার ভোরে দুবাইয়ে যাত্রা বিরতি করেন। খবর বাসস’র। রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান স্থানীয় সময় ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তিনি প্রায় সাড়ে ১০ ঘণ্টা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করবেন। পরে রাষ্ট্রপতি স্থানীয় সময় বিকেল ২টা ৫৫ মিনিটে জেনেভার উদ্দেশে দুবাই ত্যাগ করার কথা রয়েছে। এর আগে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান বাংলাদেশ সময় রবিবার রাত ২টা ৩ মিনিটে হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কূটনৈতিক কোরের ডিন, ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত, তিন বাহিনীর প্রধানগণ, মুখ্য সচিব, রাষ্ট্রপতির সচিবগণ, পুলিশের মহাপরিদর্শক এবং অন্যান্য উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান। ২২ অক্টোবর থেকে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত জেনেভায় ইউরোপের জাতিসংঘ দফতরে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে- ‘টেকসই উন্নয়নের জন্য বিনিয়োগ।’ পরে অন্য একটি বিমানে করে রাষ্ট্রপতি সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে (স্থানীয় সময়) জেনেভার কোয়েনট্রিন বিমানবন্দরে পৌঁছাবেন।
×