ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ড. রকিবুল হাসান পেলেন কবি ওমর আলী স্বর্ণপদক

প্রকাশিত: ০৬:৫৬, ২৩ অক্টোবর ২০১৮

ড. রকিবুল হাসান পেলেন কবি ওমর আলী স্বর্ণপদক

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. রকিবুল হাসান গত ২০ অক্টোবর কবি ওমর আলী স্বর্ণপদক পেয়েছেন। কবির ৮০তম জন্মবার্ষিকী এবং ফোল্ডার পত্রিকার ৩৯তম বর্ষপূর্তি উপলক্ষে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে তাকে এই স্বর্ণপদক প্রদান করা হয়। রকিবুল হাসানের প্রকাশিত কাব্যগ্রন্থ অনিয়ম চুম্বনের সিঁড়ি ধরে, এক ধরনের অহংকার, দুঃখময়ী শ্যামবর্ণ রাত, দেবতীদেউল, ব্যর্থ ভয়ঙ্কর দৌড়ের কাছে, স্বদেশলক্ষ্মীর তিমিররাত্রি ও ধুলোমাটির ঘ্রাণ। উপন্যাস : জীবন দিয়ে ভালোবাসি, এ কী তৃষ্ণা এ কী দাহ, নবীরন, ভাঙন, ছায়াবন্দি, অহনাবউ। গল্পগ্রন্থ : মেয়েটির চোখে শিশির জমেছিল। গবেষণা গ্রন্থ : সাহিত্যের নন্দনচর্যা, পঞ্চাশের সাহিত্যে জনপ্রিয় যুবরাজ, ঐতিহ্যের উত্তরাধিকার ও ফোকলোর, বাংলা জনপ্রিয় উপন্যাসের ধারা : মীর মশাররফ হোসেন থেকে আকবর হোসেন, বিপ্লবী বাঘা যতীন, আকবর হোসেনের কথাসাহিত্য : রূপলোক ও শিল্পসিদ্ধি, কয়ায় রবীন্দ্রনাথ, বাঘা যতীন এবং প্রাজ্ঞজন। প্রবন্ধ গ্রন্থ : গড়াই নদীর পাড়, পথে যেতে যেতে, পথের কথা, কঠিনেরে ভালোবাসিলাম। ইতিপূর্বে তিনি লালন সাঁই পুরস্কার, স্যার সলিমুল্লাহ পদক, সাহিত্য সংসদ পদক, কুমারখালীর ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ পরিষদ সম্মাননাসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। -বিজ্ঞপ্তি
×