ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকারের আর্থিক নীতির সমালোচনা ॥ মিসরে লেখক গ্রেফতার

প্রকাশিত: ০৬:৪৮, ২৩ অক্টোবর ২০১৮

সরকারের আর্থিক নীতির সমালোচনা ॥ মিসরে লেখক গ্রেফতার

মিসরে সরকারের আর্থিক নীতির সমালোচনা করে বই প্রকাশের চেষ্টা করায় আব্দুল খালিক ফারুক নামে এক লেখককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তার বিরুদ্ধে মিথ্যা খবর প্রকাশের অভিযোগ করা হয়েছে। খবর ওয়েবসাইটের। কয়েকদিন আগে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশ করা হয়, আব্দুল খালিক ফারুকের লেখা ‘ইজ ইজিপ্ট রিয়্যালি এ পুওর কান্ট্রি?’ শিরোনামে বইটির প্রকাশকের কাছ থেকে পাণ্ডুলিপি জব্দ করেছে কর্তৃপক্ষ। এরপর লেখককে গ্রেফতারের খবর পাওয়া গেল। বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেও কোন মন্তব্য পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনীর দুইটি সূত্র বলেছে, পাবলিক প্রসিকিউটরের আদেশে ফারুককে গ্রেফতার করা হয়েছে। ফারুকের স্ত্রী বলেন, রাজধানী কায়রোর শহরতলীর বাসা থেকে তিনজন পুলিশ সদস্য তাকে নিয়ে যায়।
×