ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খাশোগিকে হত্যা করা হয়েছে

প্রকাশিত: ০৬:৪৬, ২৩ অক্টোবর ২০১৮

খাশোগিকে হত্যা করা হয়েছে

সৌদি আরব জানিয়েছে যে, সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে। এজন্য দুর্বৃত্তদের পরিচালিত একটি অভিযান দায়ী। সাংবাদিক হত্যার প্রকৃত ঘটনা জানতে সৌদির প্রতি চাপ দিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। এদিকে রবিবার এক টেলিফোন আলাপে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন বলে একমত হন। বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান উভয়েই খাশোগির মৃত্যুতে শোক জানিয়েছেন। -খবর বিবিসি, গার্ডিয়ান ও এএফপির সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের ফক্স নিউজকে জানিয়েছেন, তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনা বড় ধরনের একটি মারাত্মক ভুল ছিল। যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিষয়টি জানতেন না। ঘটনাটি একটি মারাত্মক ভুল। ভয়াবহ এক মর্মান্তিক ঘটনা। তার পরিবারের সঙ্গে আমরাও সমব্যাথী। আমরা তাদের শোক বুঝতে পারছি। দুঃখজনকভাবে একটি গুরুতর ভুল হয়ে গেছে। এর জন্য দায়ীদের জবাবদিহি করতে হবে বলে আমি সবাইকে আশ্বস্ত করছি। আমরা সব তথ্য খুঁজে বের করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা হত্যার সঙ্গে জড়িতদেরও শাস্তি দিতে বদ্ধপরিকর। খাশোগি কিভাবে নিহত হলেন, তার দেহই বা কোথায়? সৌদি আরব তা জানে না বলেও জানান জুবায়ের। তিনি বলেন একটি অভিযানে কর্মকর্তারা তাদের ক্ষমতার মাত্রাতিরিক্ত প্রয়োগ ঘটিয়েছে এবং তাদের দায়িত্বের গ-ি ছাড়িয়ে গেছে। তারা ভুল করে খাশোগিকে মেরে ফেলেছে এবং পরে তারা তা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে। এমনকি গোয়েন্দা সংস্থার উর্ধতন কর্মকর্তারাও এই বিষয়ে কিছু জানে না। সৌদি আরব জানিয়েছে, এই ঘটনা ঘটানোয় ১৮ জনকে আটক করা হয়েছে। যুবরাজ বিন সালমানের ঘনিষ্ঠ দুই সহযোগীকে বরখাস্ত করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি প্রতিবেদনে জানিয়েছে, বাদশাহ সালমান ও যুবরাজ বিন সালমান উভয়েই রবিবার খাশোগির ছেলে সালাহর কাছে তার মৃত্যুতে শোক জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি খাশোগির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তারা পূর্ণ ব্যাখ্যা দাবি করেছেন। যৌথ বিবৃতিতে তারা জানিয়েছেন, এই হত্যায় কোন কিছুই সমর্থনযোগ্য নয়। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। সম্ভাব্য ঘটনার প্রকৃত কারণ জানতে চাই। সৌদি আরব তাদের আঞ্চলিক মিত্রদের সমর্থন পেয়েছে। কুয়েত আশা প্রকাশ করেছে, বাদশাহ সালমান এই ঘটনার সুরাহা করবেন। মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতও একই ধরনের প্রত্যাশা করেছে। রবিবার তুর্কী প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি পার্লামেন্টে মঙ্গলবার বিষয়টি সম্পর্কে স্পষ্ট সত্য প্রকাশ করবেন। যদিও তুরস্ক সরকারীভাবে হত্যাকা-ের জন্য সৌদি আরবকে এখন দোষারোপ করছে না তবে তদন্তকারীরা বলছেন, তাদের কাছে যে অডিও ও ভিডিও রয়েছে তাতে খাশোগিকে কনস্যুলেটের ভেতরে একদল সৌদি গোয়েন্দা কর্মকর্তার দ্বারা হত্যার প্রমাণ রয়েছে। পুলিশ ইস্তানবুলের নিকটবর্তী বেলগ্রাড বনে খাশোগির লাশের সন্ধান করেছে। এক কর্মকর্তা আশা প্রকাশ করেছেন দ্রুতই ঘটনার সত্যতা জানা সম্ভব হবে। সৌদি কনস্যুলের কনস্যুলেট ও আবাসিক ভবনেও অনুসন্ধান চালানো হয়েছে। আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমে সৌদি এক কর্মকর্তা জানান, খাশোগিকে সৌদি আরবে ফিরিয়ে নেয়ার জন্য ধস্তাধস্তির এক পর্যায়ে শ্বাসরোধ হয়ে মারা যান। স্থানীয় এক সহযোগীকে তার লাশ মুড়িয়ে ধ্বংস করার জন্য দিয়ে দেয়া হয়। সৌদি এক কর্মীকে পরে খাশোগির পোশাক পরিয়ে দেয়া হয় এবং তিনি কনস্যুলেট ছেড়ে চলে যান। সৌদি বিবৃতি পরিবর্তিত হয়েছে কেননা সেই সময়ে অভ্যন্তরীণভাবে মিথ্যা তথ্য দেয়া হয়েছিল।
×