ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাবিতে আগামী বছর থেকে বাতিল হচ্ছে কোটা

প্রকাশিত: ০৬:০৯, ২৩ অক্টোবর ২০১৮

রাবিতে আগামী বছর থেকে বাতিল হচ্ছে কোটা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আগামী বছর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় কোটা রাখা হবে না বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। সোমবার সকালে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, সরকার বিভিন্ন দিক বিবেচনা করে সরকারী চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছে। তা যদি বহাল থাকে, তবে আগামী শিক্ষাবর্ষ থেকে রাবির ভর্তি পরীক্ষায়ও কোটা প্রথা রাখা হবে না। তবে পোষ্য, প্রতিবন্ধী ও খেলোয়াড় কোটা রাখার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান তিনি।
×