ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সংসদে বাণিজ্যমন্ত্রী

তৈরি পোশাক খাতে রফতানি আয় বেড়েই চলেছে

প্রকাশিত: ০৬:০৭, ২৩ অক্টোবর ২০১৮

তৈরি পোশাক খাতে রফতানি আয় বেড়েই চলেছে

সংসদ রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তৈরি পোশাক খাত থেকে প্রতিবছর রফতানি আয়ের পরিমাণ বাড়ছে। সরকারের নানামুখী পদক্ষেপ বাস্তবায়নের ফলে এ আয় আরও বাড়বে। ২০১৬-২০১৭ অর্থবছরে তৈরি পোশাক খাতে রফতানি আয়ের পরিমাণ ছিল ২৮ হাজার ১৪৯ দশমিক ৮৪ মিলিয়ন মার্কিন ডলার, যা পূর্ববর্তী ২০১৫-২০১৬ অর্থ বছরের আয় থেকে ৫৫ দশমিক ১৮ মিলিয়ন মার্কিন ডলার বেশি। স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
×