ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকারী চাকরি আইনের খসড়া সংসদে উত্থাপিত হওয়ায় টিআইবির উদ্বেগ

প্রকাশিত: ০৬:০৬, ২৩ অক্টোবর ২০১৮

সরকারী চাকরি আইনের খসড়া সংসদে উত্থাপিত হওয়ায় টিআইবির উদ্বেগ

স্টাফ রিপোর্টার ॥ ফৌজদারি অপরাধে অভিযুক্ত সরকারী কর্মকর্তাদের গ্রেফতারের আগে সরকারের কাছ থেকে অনুমতি গ্রহণের বিধান রেখে ‘সরকারী চাকরি আইন, ২০১৮’ এর খসড়া গত ২১ অক্টোবর জাতীয় সংসদে উত্থাপিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দক্ষ, জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক জনপ্রশাসন নিশ্চিতে খসড়া আইনটির এই বৈষম্যমূলক বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আইনটি পাস না করার জন্য জাতীয় সংসদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে টিআইবি। সোমবার গণমাধ্যমে কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় সংস্থাটি।
×