ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বকেয়া দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

প্রকাশিত: ০৬:০৫, ২৩ অক্টোবর ২০১৮

বকেয়া দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ মহানগরীর সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের রফতানিমুখী সোয়াদ ফ্যাশন গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ এ সময় লাঠিচার্জ, শটগানের গুলি ও টিয়ারগ্যাস শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উত্তেজিত শ্রমিকরা এ সময় ৪ ঘণ্টা নারায়ণগঞ্জ-আদমজী-ইপিজডে ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। শ্রমিকরা এ সময় একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয় এবং ২০-২৫টি যানবাহন ভাংচুর করে। পরে শ্রমিকদের আগামী ১৫ নবেম্বর বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭৯ রাউন্ড শটগানের গুলি ও ৩৪ রাউন্ড টিয়ারগ্যাস সেল নিক্ষেপ করার কথা শিল্পাঞ্চল পুলিশ স্বীকার করেছে। এ ঘটনায় ১০ পুলিশ সদস্যসহ কমপক্ষে অর্ধশত শ্রমিক আহত হয়। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ৭টায়।
×