ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়কে শৃঙ্খলা ফেরাতে জনসম্পৃক্ততা দরকার ॥ সাঈদ খোকন

প্রকাশিত: ০৬:০৪, ২৩ অক্টোবর ২০১৮

সড়কে শৃঙ্খলা ফেরাতে জনসম্পৃক্ততা দরকার ॥ সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার ॥ দেশে সকল সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততা দরকার বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সোমবার নগর ভবন প্রাঙ্গণে কেস প্রকল্পের পক্ষ থেকে বিশ্ব নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনকালে মেয়র সাঈদ খোকন এ মন্তব্য করেন। ‘আমাদের পথ আমাদের হাতেই নিরাপদ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন। একই সঙ্গে জাতীয়ভাবেও দিবসটি পালিত হচ্ছে। এ সময় নাট্য ব্যক্তিত্ব সারা যাকের, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন। মেয়র বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর দফতর থেকে যে কমিটি গঠন করে দেয়া হয়েছে সে কমিটি আগামী দুই বছরের মধ্য সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে কাজ করবে। দিবসটি উপলক্ষে নগর ভবনের সেমিনার কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে সংস্থার নানা উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
×