ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তরুণ সমাজকে ভয় দেখাতে গুপ্তহত্যা শুরু হয়েছে ॥ রিজভী

প্রকাশিত: ০৬:০৪, ২৩ অক্টোবর ২০১৮

তরুণ সমাজকে ভয় দেখাতে গুপ্তহত্যা শুরু হয়েছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ আগামী নির্বাচন সামনে রেখে তরুণ সমাজকে ভয় দেখাতেই সরকারী পৃষ্ঠপোষকতায় দেশে গুপ্তহত্যা শুরু হয়েছে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইনডেমনিটি দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বলেন, এখন সড়কের পাশে, নদীর ধারে ঝোপঝাড়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে যুবকদের রক্তাক্ত লাশ। দেশে প্রতিদিনই বিচারবহির্ভূত হত্যাকা-ের ঘটনা ঘটছে। নারায়ণগঞ্জে সড়কের পাশে চার যুবকের ও উত্তরায় দিয়াবাড়ীতে কাশবনে দুই যুবকের লাশ উদ্ধারকে গুপ্ত হত্যা হিসেবে চিহ্নিত করেন তিনি। সংবাদ সম্মেলনে রিজভী আরও উল্লেখ করেন, এসব গুপ্ত হত্যার একটাই কারণ। একতরফাভাবে নির্বাচন করতে তরুণ-যুবকদের কোন যেন প্রতিরোধ না হয়। অবৈধ সরকার যাদের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী মনে করবে তাদেরই লাশ ধানক্ষেত, খাল বিলে পড়ে থাকবে। যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্রসমাজ, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা আজ আওয়ামী লীগের দুঃশাসনের যাতাকলে পিষ্ট। তারা এই সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই মানুষ হত্যা করে, গ্রেফতার নির্যাতন করে রেহাই পাওয়া যাবে না। চারিদিকে এখন শুধু সরকার পতনের আওয়াজ বলে উল্লেখ করেন তিনি।
×