ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঐক্যফ্রন্ট বিএনপি জামায়াতেরই এক্সটেনশন ॥ মেনন

প্রকাশিত: ০৬:০১, ২৩ অক্টোবর ২০১৮

ঐক্যফ্রন্ট বিএনপি জামায়াতেরই এক্সটেনশন ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী জোট জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে এবার মুখ খুললেন ১৪ দলের অন্যমত শরিক নেতা রাশেদ খান মেনন। তিনি বলেছেন, বিএনপি-জামায়াতেরই এক্সটেনশন জাতীয় ঐক্যফ্রন্ট। প্রতিদিন বিষয়টা স্পষ্ট হচ্ছে, আরও হবে। বিএনপি’র আবরণে ঐক্য ফ্রন্টের ছত্রছায়ায় নির্বাচনে অংশ নেবে জামায়াত। দেশবাসীকে তাই এ বিষয়ে সতর্ক থেকেই ভোট দিতে হবে। দেশের উন্নয়ন-অগ্রগতির স্বার্থেই স্বাধীনতা ও উন্নয়ন বিরোধী এই শক্তিকে কোনক্রমেই ক্ষমতায় আসতে দেয়া যাবে না। সোমবার জাতীয় সংসদে ওয়ার্কার্স পার্টির সংসদীয় দলের সভায় পার্টির সভাপতি সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এসব কথা বলেন। রাশেদ খান মেননের সভাপতিত্বে ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্যগণ পাঁচ বছরে তাদের সংসদীয় কার্যক্রমে মূল্যায়ন করেন। ওয়ার্কার্স পার্টির সংসদে বর্তমানে ৭ জন সদস্য রয়েছেন। সভায় আশা প্রকাশ করা হয় একাদশ সংসদে এই সংখ্যা ন্যূনতম দ্বিগুণ হবে এবং ওয়ার্কার্স পার্টি সংসদে বৈষম্য, বেকারত্ব, দুর্নীতি রোধ, নারীর প্রতি সহিংসতা রোধ, কৃষক-শ্রমিক-গরিব মানুষের দাবির স্বপক্ষে আরও জোরালো ভূমিকা রাখবে। ওয়ার্কার্স পার্টি সংসদীয় দলের সম্পাদক এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি’র সঞ্চালনে সংসদীয় দলের সভায় আরও বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, অধ্যাপক ইয়াসিন আলী এমপি, এ্যাড. শেখ হাফিজুর রহমান এমপি ও এ্যাড. শেখ টিপু সুলতান এমপি। সভায় নীরবচ্ছিন্ন শান্তিপূর্ণ পরিবেশে পাঁচ বছর সংসদ পরিচালিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পীকার শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান হয়।
×