ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মানহানির ৩ মামলা

মইনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৬:০১, ২৩ অক্টোবর ২০১৮

মইনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জনকণ্ঠ ডেস্ক ॥ সাংবাদিক মাসুদা ভাট্টিকে অশালীন ভাষায় আক্রমণ করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ভোলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার অপর এক নারী সাংবাদিকের দায়ের করা মামলায় মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া, ভোলার মামলায় ৫০ কোটি টাকার মানহানি হয়েছে বলে বাদীর দাবি। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, আয়েশা আহমেদ লিজা নামের এক সাংবাদিক সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার বাদী লিজা ইংরেজী দৈনিক অবজারভারের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদ মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলা সূত্রে জানা গেছে, টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন তা সকল নারীর জন্য অবমাননাকর। বাদী পক্ষের আইনজীবী সারোয়ার-ই-আলম জানান, মামলাটি আদালত আমলে নিয়েছে। ৫০০/৫০১ ধারায় এই মামলা দায়ের করা হয়েছে। আদালত বিকেলে গ্রেফতারি পরোয়ানার আদেশ প্রদান করেন। কুমিল্লা ॥ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। সুবীর নন্দী নামে এক আইনজীবী মামলাটি দায়ের করার পর আদালত সোমবার অধিকতর শুনানির জন্য ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন। এ মামলায় মাসুদা ভাট্টিসহ ৫ জনকে সাক্ষী করা হয়েছে। ভোলা ॥ নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করার অভিযোগে ভোলায় মইনুল হোসেনের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। এ মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে জুডিসিয়ালি তদন্ত দিয়েছে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার দুপুরে ভোলা জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্না বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আগামী ২৫ অক্টোবর তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
×