ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনে কোন দলকেই সমর্থন দেবে না

প্রকাশিত: ০৬:০০, ২৩ অক্টোবর ২০১৮

যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনে কোন দলকেই সমর্থন দেবে না

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র কোন রাজনৈতিক দলকে সমর্থন দেবে না। এছাড়া রোহিঙ্গা সহিংসতার জন্য দায়ী মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। সোমবার সন্ধ্যায় রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখ্য উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস একথা বলেন। খবর ওয়েবসাইটের। এলিস ওয়েলস চারদিনের সফরে শনিবার বাংলাদেশে এসেছেন। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট উপস্থিত ছিলেন। এলিস ওয়েলস বলেন, জনমতের প্রতিফলন ঘটে এমন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। সূত্র জানায়, বাংলাদেশ সফরকালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এলিস ওয়েলস। সেখানে জাতিসংঘ, বেসরকারী সংস্থা ও সরকারী স্থানীয় সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। এছাড়া এলিস ওয়েলস বাংলাদেশের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন বৈঠকে অংশ নেন। ঢাকা সফরকালে রোহিঙ্গা সঙ্কটে যুক্তরাষ্ট্রের অব্যাহত সাড়া ও বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনে সহযোগিতা নিয়েও আলোচনা করেছেন এলিস ওয়েলস।
×