ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক শ’ টেস্ট খেলতে চান টেইলর

প্রকাশিত: ০৬:০১, ২২ অক্টোবর ২০১৮

 এক শ’ টেস্ট খেলতে চান টেইলর

স্পোর্টস রিপোর্টার ॥ রস টেইলর যেন নিউজিল্যান্ড ক্রিকেটের অনসাং হিরো। ব্যাট হাতে নীরবে নিজের দায়িত্বটা ঠিকই পালন করে যাচ্ছেন, অথচ কখনই সেভাবে আলোচিত হননি। অন্তত ড্যানিয়েল ভেট্টোরি, ব্রেন্ডন ম্যাককুলাম, এমনকি হালের কেন উইলিয়ামসনরা যেভাবে হাইলাইটস হয়েছেন, টেইলরের বেলায় সেটা হয়নি। এ নিয়ে অবশ্য আফসোস নেই আধুনিক নিউজিল্যান্ডের সফলতম এই ব্যাটসম্যানের। সাবেক অধিনায়কের লক্ষ্য অবসরের আগে অন্তত ১০০ টেস্ট ম্যাচ খেলা। সেখান থেকে ১৫ টেস্ট দূরে আছেন আগামী বছর মার্চে ৩৫ বছর পূর্ণ হতে যাওয়া স্টাইলিশ উইলোবাজ। এ জন্য খেলতে চান ২০২০ সাল পর্যন্ত। ‘আমি সবসময়ই বলে আসছি যে আমি বিশ্বকাপ জিততে চাই। তবে অস্ট্রেলিয়ায় বক্সিং ডে টেস্ট খেলাটা দারুণ কিছু। অবসরে যাওয়ার আগে ১০০ টেস্ট খেলতে পারলে ভাল লাগবে। কিন্তু সেটা এখনও দীর্ঘ পথ। তবে আমি যদি মানসিক ও শারীরিকভাবে ফিট থাকি তাহলে হয়তো সেটা অর্জন করা সম্ভব’ সংবাদ মাধ্যমকে বলেন টেইলর। আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি২০, তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাবেন টেলর। সাত মাস বিরতিতে থাকার পর ক্রিকেটে ফিরতে যাচ্ছে কিউইরা। সর্বশেষ তারা গত মার্চ-এপ্রিলে ইংল্যান্ডে খেলেছিল। এর মধ্যে জাতীয় দলের হয়ে না খেললেও নিউজিল্যান্ডের খেলোয়াড়রা বিভিন্ন টি২০ লীগ ও কাউন্টি ক্রিকেটে খেলেছেন। ৮৫ টেস্টে ১৭ সেঞ্চুরিতে রস টেইলরের মোট রান ৬২৮১। সাদা পোশাকে নিউজিল্যান্ডের হয়ে তারচেয়ে বেশি রান আছে কেবল সাবেক দুই তারকা অধিনায়ক স্টিভেন ফ্লেমিং (৭১৭২) ও ব্রেন্ডন ম্যাককুলামের (৬৪৫৩)। বেশি সেঞ্চুরি কেবল বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসনের (১৮টি)। রস টেইলরের আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ খেলা হবে কিনা সেটি সময়ই বলে দেবে। কারণ রঙিন পোশাকে তুখোড় কিউই দলে জায়গা করে নেয়া সহজ নয়।
×