ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সবচেয়ে বাজে অভিষেক ফজলে রাব্বির

প্রকাশিত: ০৬:০০, ২২ অক্টোবর ২০১৮

 সবচেয়ে বাজে অভিষেক ফজলে রাব্বির

স্পোর্টস রিপোর্টার ॥ গত ৪/৫ বছর ধরে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দল ধারাবাহিকভাবেই সাফল্য পেয়েছে। তবে শুরুটা হয়েছিল ২০১২ এশিয়া কাপ থেকে, যেবার প্রথম এশিয়ার এই সেরা ক্রিকেট আসরে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছিল বাংলাদেশ। তবে ২০১৪ সালটি গেছে খুবই বাজে, এরপর ২০১৫ থেকে ওয়ানডে ক্রিকেটে প্রতিপক্ষ যেই হোক না কেন সাফল্যের ধারাবাহিকতা ছিল বাংলাদেশ দলের। গত সাড়ে ৫ বছরে বেশ কিছু ক্রিকেটার পাকাপোক্ত হয়েছেন জাতীয় দলে, এর ফাঁকে সুযোগ পেয়েছেন অনেকে। ২০১৩ সালের ২৪ মার্চ থেকে রবিবার সফরকারী জিম্বাবুইয়ের বিপক্ষে ফজলে মাহমুদ রাব্বিসহ মোট ২৩ ক্রিকেটারের অভিষেক হয়েছে। কিন্তু অভিষেকেই শূন্য রানে সাজঘরে ফেরা একমাত্র ব্যাটসম্যান ফজলে রাব্বি। দেশের ক্রিকেটের এমন উর্ধমুখী গ্রাফে বেশ বেমানান অভিষেকই হলো ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ১২৯তম এ বাঁহাতি ব্যাটসম্যানের। ২৩ মার্চ, ২০১৩ হাম্বানটোটায় সফরকারী বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ঘটে অলরাউন্ডার জিয়াউর রহমানের। তিনি ৭ নম্বরে নেমে শূন্য রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন। সেদিনের পর থেকে রবিবার পর্যন্ত মোট ২৩ জন নবাগত ক্রিকেটারকে দেখা গেছে বাংলাদেশ দলে। এর মধ্যে ব্যাট করার সুযোগ পান ১৭ জন। ৩ জন লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে অপরাজিত ছিলেন তাদের অভিষেকে। বাকি ১৪ জনই রানের মুখ দেখেছেন, সর্বোচ্চ অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২৮ সেপ্টেম্বর ২০১৬ মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে সেই রান করেছিলেন তিনি অভিষেকে। এই সাড়ে ৫ বছরে ১ থেকে ৩ নম্বর পজিশনে ৫ জনের অভিষেক হয়েছে যার মধ্যে শুধু ফজলে রাব্বিই রান করতে পারেননি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ওয়ানডেতে রাব্বিসহ ১৯ জনের অভিষেকেই শূন্য রান করার স্বাদ পেতে হয়েছে। এর মধ্যে অবশ্য ৬ জন ছিলেন অপরাজিত, ১৩ জন শূন্য রানে সাজঘরে ফেরেন। কিন্তু ১ থেকে ৩ নম্বর পজিশনে অভিষেক হওয়াদের মধ্যে ৬ জন শূন্য রানে সাজঘরে ফিরেছেন। অবশ্য তিন নম্বরে নেমে কোন রান না করার ঘটনা এটি মাত্র তৃতীয়বার। গাজী আশরাফ হোসেন লিপু ১৯৮৬ সালে মোরাতুয়ায় পাকিস্তানের বিপক্ষে, ২০০৩ সালের নবেম্বরে ঢাকায় মনিরুজ্জামান এবং রবিবার ফজলে রাব্বি ৩ নম্বরে নেমে অভিষেকে শূন্য রানে সাজঘরে ফেরার তিক্ত স্বাদ গ্রহণ করেছেন। ফজলে রাব্বি এবার জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়ে আলোচনার জন্ম দেন। ১৪ বছর প্রথম শ্রেণী ও লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলেছেন ঘরোয়া আসরে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তিনি এবং ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড সফরে আলো ছড়িয়েছিল তার ব্যাট। তবে সাড়ে ৩০ বছর বয়সে দলে ডাক পাওয়াতেই সবার নজর কেড়ে নেন তিনি। অপরিহার্য দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল ইনজুরির কারণে না থাকাতেই সুযোগটা পান তিনি। অবশেষে রবিবার সফরকারী জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই অভিষেক হয় তার। কিন্তু তিন নম্বরে নেমে ৪ বল খেলে কোন রান না করেই আউট হয়ে দলকে আরও বিপদে ফেলেন। আর গত সাড়ে ৫ বছরের মধ্যে বাংলাদেশ দলে অভিষেক হওয়াদের মধ্যে সবচেয়ে বাজে ক্রিকেটার হিসেবে নাম লেখান।
×