ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাণিজ্যযুদ্ধের প্রভাব চীনের অর্থনীতিতে

প্রকাশিত: ০৪:৫১, ২২ অক্টোবর ২০১৮

বাণিজ্যযুদ্ধের প্রভাব চীনের অর্থনীতিতে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চীনের মোট দেশজ আয় বা জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। ২০০৯ সালের পর চীনের সবচেয়ে কম প্রবৃদ্ধি এটি। এ বিষয়ে চীনের কেন্দ্রীয় ব্যাংকের গবর্নর ইয়ি গ্যাং জানান, অর্থনীতিকে গতিশীল করতে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর আর্থিক সমস্যা সমাধান ও বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে ঋণ দিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে উৎসাহিত করা হচ্ছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য দ্বন্দ্বের নেতিবাচক প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতে।
×