ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইডিইবির সভাপতি প্রকৌশলী হামিদ সাধারণ সম্পাদক শামসুর রহমান

প্রকাশিত: ০৪:৫১, ২২ অক্টোবর ২০১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইডিইবির সভাপতি প্রকৌশলী হামিদ সাধারণ সম্পাদক শামসুর রহমান

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রকৌশরী এ কে এম এ হামিদ এবং মোঃ শামসুর রহমান আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনে বিজয়ী হয়েছেন। তফসিল মোতাবেক ঘোষিত বৈধপ্রার্থীর তালিকা থেকে গত ২০ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের পর প্রত্যেক পদে একক প্রার্থী থাকায় সভাপতি এ কে এম এ হামিদ, সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান, সহ-সভাপতি (ঢাকা অঞ্চল) এ কে এম আব্দুল মোতালেব, সহ-সভাপতি (ফরিদপুর অঞ্চল) কে এম আমিনুল ইসলাম, সহ-সভাপতি (ময়মনসিংহ অঞ্চল) অজয় কুমার সরকার, সহ-সভাপতি (খুলনা অঞ্চল) মোঃ আবুল হোসেন, সহ-সভাপতি (বরিশাল অঞ্চল) মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি (রাজশাহী অঞ্চল) মোঃ কবির উদ্দিন, সহ-সভাপতি (রংপুর অঞ্চল) মোঃ মাহাবুবার রহমান, সহ-সভাপতি (সিলেট অঞ্চল) মাহমুদুর রশীদ মসরুর, সহ-সভাপতি (চট্টগ্রাম অঞ্চল) জাফর আহমেদ সাদেক, সহ-সভাপতি (কুমিল্লা অঞ্চল) মোঃ মোখলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক (ঢাকা) মোঃ ফজলুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুন নুমান, অর্থ সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রেহান মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক (মহিলা) মীনা পারভীন, জনসংযোগ ও প্রচার সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সহ-জনসংযোগ ও প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান নয়ন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ ইদরীস আলী, সহ-শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোবারক হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিয়াউল হাসান শেখ, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ শাহজাহান কবির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু হানিফ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ আবুল বাসার, দফতর সম্পাদক এম গোলাম মোহাম্মদ, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক নিগার বানু, লাইব্রেরি সম্পাদক আ. ম. সাইফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মোঃ আতিয়ার রহমান, চাকরি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস ও ছাত্র বিষয়ক সম্পাদক পদে মোঃ নুরনবীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
×