ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওয়েবসাইটে চ্যাট বুক চালু করতে যাচ্ছে ইনটেক

প্রকাশিত: ০৪:৪৮, ২২ অক্টোবর ২০১৮

 ওয়েবসাইটে চ্যাট বুক চালু করতে যাচ্ছে ইনটেক

গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানের জন্য ইনটেক লিমিটেড তাদের ওয়েবসাইটে চ্যাট বুক স্থাপন করতে যাচ্ছে। এতে করে গ্রাহকরা এখন থেকে যে কোন সময় যে কোন দেশ থেকে কোম্পানি সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুবুল আলম। রবিবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে ইনটেক লিমিটেডের ৫ম বিশেষ সাধারণ সভায় (ইজিএম) তিনি এসব কথা বলেন। মাহবুবুল আলম বলেন, আমরা ইতোমধ্যে একটা উদ্যোগ নিয়েছি যে এখন থেকে তিন মাসের একটা নিউজ লেটার এবং সফট বুক তৈরি করব। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমি কোথায় আছি, কি করছি। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি আপনাদের সঙ্গে নিয়ে ২০২০ সালের মধ্যে আমাদের কোম্পানিকে দেশের টপটেন এর মধ্যে নিয়ে যাব। যদি আপনারা আমাদের সহযোগিতা করেন। ইজিএমে কোম্পানির পর্ষদের ঘোষিত তিনটি আলোচ্যসূচী (এজেন্ডা) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×