ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসএস স্টিলের আইপিও আবেদন শুরু ২৮ অক্টোবর

প্রকাশিত: ০৪:৪৭, ২২ অক্টোবর ২০১৮

 এসএস স্টিলের আইপিও আবেদন শুরু ২৮ অক্টোবর

সম্প্রতি আইপিও অনুমোদন পাওয়া কোম্পানি এসএস স্টিল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদা গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর থেকে এই আবেদন শুরু হবে। যা চলবে ৭ নবেম্বর পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। গত ১৭ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে ১০ টাকা ইস্যু মূল্যের ২ দশমিক ৫০ কোটি সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ইস্যু করার অনুমতি দেয়। আইপিওর মাধ্যমে ২৫ কোটি টাকা উত্তোলন করবে প্রতিষ্ঠানটি। এই টাকা দিয়ে যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় এবং স্থাপন, ভবন নির্মাণ এবং আইপিও বাবদ খরচ করবে। ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সম্পদ মূল্যায়ন না করে প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা। আর সম্পদ মূল্যায়ন করে এনএভি হয়েছে ১৫ টাকা ৩৫ পয়সা। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×