ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উত্তরা ফিন্যান্সের ঋণমান ডাবল এ প্লাস

প্রকাশিত: ০৪:৪৬, ২২ অক্টোবর ২০১৮

 উত্তরা ফিন্যান্সের ঋণমান ডাবল এ প্লাস

অর্থনৈতিক রিপোর্টার ॥ সর্বশেষ রেটিং অনুযায়ী ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ৫ টাকা ৮১ পয়সা শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে কোম্পানিটি, আগের বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৫৮ পয়সা। ৩০ জুন এর শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৫২ টাকা ৫৫ পয়সা। সর্বশেষ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে উত্তরা ফিন্যান্স। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ২৫ পয়সা, আগের বছর যা ছিল ৬ টাকা ৬২ পয়সা। ৩১ ডিসেম্বর শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৭৪ পয়সায়। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরেও ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় উত্তরা ফিন্যান্স। ২০১৫ হিসাব বছরের জন্যও ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় উত্তরা ফিন্যান্স। ২০১৪ সালের জন্য ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা। ডিএসইতে সর্বশেষ ৬১ টাকা ৮০ পয়সায় উত্তরা ফিন্যান্সের শেয়ার হাতবদল হয়। গত এক বছরে এর দর ৫৩ টাকা থেকে ৭৯ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে। ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় উত্তরা ফিন্যান্স। কোম্পানির পরিশোধিত মূলধন ১২৫ কোটি ২২ লাখ টাকা। রিজার্ভ ৪৪৪ কোটি ৮১ লাখ টাকা। মোট শেয়ারের ৪৮ দশমিক ৩৪ শতাংশ কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩৩ দশমিক ৪৭ শতাংশ, বিদেশী বিনিয়োগকারী ৩ দশমিক ৯১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ১৪ দশমিক ২৮ শতাংশ শেয়ার।
×