ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভীতি কাটাতে ৮০ প্রাইমারী স্কুলে আয়োজন করা হচ্ছে গণিত অলিম্পিয়াড

প্রকাশিত: ০৪:৩৫, ২২ অক্টোবর ২০১৮

ভীতি কাটাতে ৮০ প্রাইমারী স্কুলে আয়োজন করা হচ্ছে গণিত অলিম্পিয়াড

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার্থীদের গণিত ভীতি কাটাতে প্রাথমিক স্তরের ১৭টি উপজেলায় ৮০টি প্রাথমিক বিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে। রবিবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের অডিটোরিয়ামে নতুন এ প্রকল্পের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এ সময় মন্ত্রী বলেন, দেশের ১৭টি জেলার ১৭ উপজেলার ৮০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাইলট প্রকল্পের মাধ্যমে গণিত অলিম্পিয়াডের আওতাভুক্ত করা হবে। দেশে-বিদেশে গণিত শিক্ষার প্রতিযোগিতার আয়োজন করা হবে। এর মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের গণিত ভীতি দূর হবে। প্রাথমিক স্তরের শিক্ষাকে মানসম্মত করতে এই প্রকল্প হাতে নেয়া হয়েছে। পাইলট প্রকল্প সফল হলে দেশের প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীদের এর আওতায় আনা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, দেশে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলেও মানের দিক থেকে দুরবস্থা বিরাজ করছে। বিশ্বের সঙ্গে সমন্বয় করে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা না দিতে পারলে তারা পিছিয়ে পড়বে। এই শিক্ষাবিদ আরও বলেন, প্রাথমিক স্তরে গণিত বিষয়ে ভীতি অনেক বেশি দেখা যায়। গণিত অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে এ থেকে বেরিয়ে আসার চ্যালেঞ্জ নিয়ে আমাদের কাজ করতে হবে। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া আমাদের উন্নয়ন সম্ভব না। এ জন্য আমাদের শিক্ষার্থীদের গণিতের ওপর পারদর্শী করে গড়ে তুলতে হবে। এ জন্য আমাদের শিক্ষাদান পদ্ধতিকে আনন্দময় করে তুলতে হবে। বিশেষ অতিথি শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবাল অষ্টম শ্রেণী পর্যন্ত কোনও পাবলিক পরীক্ষা রাখা উচিত না বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ছোট কোমলমতি শিশুদের আনন্দ পাঠ বা খেলাধুলার মাধ্যমে শেখানো উচিত। জোর করে খুদে শিক্ষার্থীদের ওপর পরীক্ষা চাপিয়ে দিয়ে ভাল কিছু আশা করা উচিত নয়। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের গণিত ও ইংরেজী বিষয়ে এক ধরনের ভীতি কাজ করে। এটি কাটিয়ে তুলতে হবে। আশা করি এই অলিম্পিয়াডের মাধ্যমে গণিতের ওপর পারদর্শী করা সম্ভব হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির।
×