ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হন্ডুরাসের কয়েক ডজন নারী ও শিশুকে প্রবেশের অনুমতি

যুক্তরাষ্ট্রগামী অভিবাসীদের আটকে দিয়েছে মেক্সিকো

প্রকাশিত: ০৪:২৬, ২২ অক্টোবর ২০১৮

 যুক্তরাষ্ট্রগামী অভিবাসীদের  আটকে দিয়েছে মেক্সিকো

মেক্সিকো কর্তৃপক্ষ শনিবার যুক্তরাষ্ট্রগামী কয়েক ডজন হন্ডুরীয় নারী ও শিশু অভিবাসন প্রত্যাশীকে দেশে প্রবেশ করতে দিয়েছে। কিন্তু দাঙ্গা পুলিশ গুয়েতেমালা ও মেক্সিকোর মধ্যে এক সীমান্ত সেতুতে আটকে দিয়েছে হাজার হাজার অভিবাসীকে। খবর এএফপির। গুয়েতেমালায় মেক্সিকোর রাষ্ট্রদূত লুই ম্যানুয়েল লোপেজ এএফপিকে বলেছেন, এ নারী ও শিশুদের অভিবাসন কর্তৃপক্ষের প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে এবং ৪০ কিলোমিটার দূরে ট্যাপাচুলা শহরে এক আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সেতুতে প্রতীক্ষায় শ্রান্ত কয়েক শ’ অভিবাসীকে অস্থায়ীভাবে তৈরি ভেলাতে করে সুচিয়াতে নদী পার হতে দেয়া হয়। তারা যখন মেক্সিকো প্রান্তে কর্দমাক্ত নদী তীরে পা রাখে পুলিশ তখন তাদের বাধা দেয়নি। এদের মধ্যে অনেককেই জনাকীর্ণ সেতুতে কাটাতে হয়েছে ২৪ ঘণ্টার বেশি এবং ক্ষুধা তাদের হতাশাবোধকে বাড়িয়ে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেভাডায় এলাকাতে এক সমাবেশে ভাষণে অভিবাসীদের বিরুদ্ধে বাগাড়ম্বরপূর্ণ ভাষা ব্যবহার করেন এবং বলেছেন অভিবাসী স্রোত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, ডেমোক্র্যাটরা অভিবাসীদের চান। তারা অভিবাসীদের পছন্দও করেন। এ কথা অনেক মানুষ বলে। আমার বিস্ময় লাগে এ কথা ভেবে যে, কারা এ স্রোত শুরু করেছিল। তিনি অভিবাসীদের অগ্রযাত্রা থামিয়ে দেয়ার জন্য মেক্সিকোকে ধন্যবাদ জানান। মেক্সিকো বেশ দূঢ়তার সঙ্গে কাজ করেছে। মেক্সিকো ও মেক্সিকোর নেতাদের প্রতি ধন্যবাদ। ট্রাম্প গত সপ্তাহে দেশটির বিরুদ্ধে হুমকি দিয়েছিলেন যে, মেক্সিকো কর্তৃপক্ষ অভিবাসীদের প্রবেশ বন্ধ না করলে দেশটিতে সাহায্য ছেঁটে দেয়া হবে, যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে সৈন্য মোতায়েন করবে এবং সীমান্ত বন্ধ করে দেবে। হন্ডুরাসের প্রেসিডেন্ট জুয়ান ওরল্যান্ডো হার্নান্দেজ ও তার গুয়েতেমালায় প্রতিপক্ষ জিমি মোরালেস শনিবার এ সঙ্কট নিয়ে আলোচনার পর ট্রাম্পের বক্তব্য অনুযায়ী কাজ করে যাচ্ছেন। মোরালেস বলেন, এ অভিবাসনের বিষয়ে রাজনৈতিক প্রণোদনা রয়েছে। প্রধাণত হন্ডুরাসের অভিবাসন প্রত্যাশীরা শুক্রবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় সীমান্তে সর্বশেষ প্রতিবন্ধক ব্যূহ পর্যন্ত, যেতে কয়েকটি পুলিশ ব্যূহ ও বাধা অতিক্রম করতে হয়েছে। একদল জনতা কয়েক শ’ দাঙ্গা পুলিশ লক্ষ্য করে পাথর ছুড়েছে। পুলিশ এর জবাবে রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস ছুড়েছে। অভিবাসীরা যেন যুক্তরাষ্ট্রে পৌঁছতে না পারে সে জন্য পুলিশ ছিল দৃঢ়প্রতিজ্ঞ। এ সময় কয়েকজন আহত হয়েছে। পুলিশ অভিবাসীদের ফিরে যাওয়ার জন্য কাঁদানে গ্যাস ছুড়লে পরিস্থিতি শান্ত হয়ে আসে। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনানিতো এ পরিস্থিতিকে নজিরবিহীন বলে অভিহিত করেছেন। অভিবাসন কর্মসূচীর সংগঠকরা বলেছেন, জনতার একটি গ্রুপ পুলিশের সঙ্গে বিরোধিতায় জড়িত হয়েছে এবং মেক্সিকো প্রবেশের সুশৃঙ্খল চেষ্টাকে বানচাল করে দিয়েছে। অভিবাসন কর্মকর্তারা মেক্সিকো প্রবেশ পথের একটি গেট খুলে দিলে এক নারী দৌড়ে তা অতিক্রম করে। ২১ বছর বয়সী জিনা পাওলো স্বস্তিতে চিৎকার করে বলে ওঠে, কি আনন্দ, শেষ পর্যন্ত আমি অতিক্রম করতে পেরেছি। ভেলাতে করে যারা নদী পার হয়েছে তাদের মধ্যে বেনিতেজ নামের একজন বলেছে, তারা প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের ভিসা দেয়া হবে। কিন্তু শনিবার থেকে যারা সেতুতে অবস্থান করছে তাদের কী হবে। বেনিতেজ ট্রাকের টায়ার দিয়ে তৈরি ভেলায় করে নদী পার হয়ে তার বন্ধুদের কথাই ভাবছিল।
×