ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অভিনেতা আপনের পথচলা

প্রকাশিত: ০৬:৪৬, ২১ অক্টোবর ২০১৮

অভিনেতা আপনের পথচলা

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের সম্ভাবনাময় অভিনয়শিল্পী নাজিরুল ইসলাম আপন। তবে আপন নামেই তিনি সমধিক পরিচিত। আপন একাধারে মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্র অভিনেতা। মঞ্চনাট্য চর্চার পাশাপাশি অসংখ্য খ-নাটক এবং বেশ কিছু ধারাবাহিক নাটকে অভিনয় করে ইতোমধ্যে নিজের অভিনয় প্রতিভার জানান দিয়েছেন। এছাড়া বিজ্ঞাপন এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও নিয়মিত কাজ করছেন আপন। মিডিয়ায় ভাল ভাল কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রতিনিয়তই ছুটে চলেছেন নতুন নতুন কাজের সন্ধানে। নাজিরুল ইসলাম আপনের জন্ম এবং বেড়ে ওঠা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তালবাড়িয়া গ্রামে। লেখাপড়ার জন্য ঢাকায় আসেন ২০১৩ সালে। এরপরের বছর ২০১৪ সালে আসিফ মোঃ নজরুলের অঙ্গীকার নাট্যদলের মাধ্যমে থিয়েটারে সম্পৃক্ত হোন। এ দলের সাবেক সিনিয়র সদস্য রাজিব রেজার হাত ধরে মঞ্চনাটকে অভিনয় করেন। অঙ্গীকার নাট্যদলের সদস্য হিসেবে আপনের প্রথম মঞ্চ নাটক সুমনা কাঞ্জিলাল রচিত রাজিব রেজা নির্দেশিত ‘এক তারা’। দ্বিতীয় নাটক আসিফ মোঃ নজরুল রচিত এবং শুভাশীষ দত্ত তন্ময় নির্দেশিত ‘মগজ ধোলাই’। বর্তমান ঢাকার মেঠোপথ থিয়েটারের সাংগঠনিক সম্পাদক আপন। মেঠোপথ থিয়েটারের দ্বিতীয় প্রযোজনা ‘পানিবালা’ নামে একটি নাটকে নিয়মিত মহড়ায় অংশ নিচ্ছেন। যা খুব শীঘ্রই ঢাকার মঞ্চে আসছে। এদিকে ২০১৫ সালে চ্যানেল আইয়ের ‘মোহর আলী‘ নাটকের মধ্য দিয়েই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান আপন। সিকদার আলিনুরের হাত ধরে ২০১৭ সালে মোস্তফা মনন পরিচালিত দীপ্ত টিভির ‘পালকি’ নাটকে অভিনয় করেন। এছাড়া ফিরোজ কবির ডলারের দীপ্ত টিভির ‘অপরাজিতা’, চ্যানেল আইয়ের রিপন নাগের ‘সাত ভাই চম্পা’, সালাহউদ্দিন লাভলুর ‘প্রিয় দিন প্রিয় রাত’, মঞ্জুরুল হাসান মিলনের ‘মিল্লাত মিয়ার বিয়ে’, বৈশাখীর ‘রসের হাঁড়ি’, আরটিভির ‘সময়ের গল্প’, চ্যানেল টোয়েন্টিফোরের ‘মুখোশ আঁধারের গল্প’ ও ‘সতর্ক সঙ্কেত’ প্রভৃতি নাটকে অভিনয় করেছেন। ব্র্যাক ব্যাংক এবং ক্লেমনের বিজ্ঞাপনে কাজ করেছেন। বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রচারের অপেক্ষায় আছে ইফতেখার ইফতির ‘পিরিতপুর’সহ কিছু শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিও। ঢাকার তেজগাঁও কলেজে ফাইন্যান্স এ্যান্ড ব্যাঙ্কিং বিষয়ে এমবিএ-এর শিক্ষার্থী আপন নিজ মেধা ও যোগ্যতার মাধ্যমে এগিয়ে যাবেন তার অভিষ্ট লক্ষে। তার জন্য অনেক অনেক শুভ কামনা।
×