ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিনিয়র-জুনিয়র নিয়ে আলোচনা পছন্দ নয় এ অলরাউন্ডারের

জিম্বাবুইয়েকে হাল্কাভাবে দেখার সুযোগ নেই ॥ সাকিব

প্রকাশিত: ০৬:৪২, ২১ অক্টোবর ২০১৮

জিম্বাবুইয়েকে হাল্কাভাবে দেখার সুযোগ নেই ॥ সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের মাটিতে জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ, কিন্তু সেখানে খেলা হবে না সাকিব আল হাসানের। ইনজুরি আক্রান্ত আঙ্গুলের প্রদাহ কাটিয়ে পুরোপুরি খেলার জন্য প্রস্তুত হতে সময় লাগবে তার। সুস্থ হলেই ফিরবেন মাঠে, তবে সেটা কতদিন পর তা নিশ্চিত করতে পারেননি সাকিব। সাম্প্রতিক সময়ে জিম্বাবুইয়ে খর্বশক্তির দলে পরিণত হলেও তাদের কোনভাবেই হাল্কাভাবে দেখার সুযোগ নেই বলে দাবি করলেন তিনি। কারণ সামান্য একটা ভুলের সুযোগ নিয়ে যে কোন প্রতিপক্ষই জিতে যেতে পারে। সাকিবের পাশাপাশি অপরিহার্য তামিম ইকবালও নেই। সিনিয়র ক্রিকেটারদের ধারাবাহিক নৈপুণ্যেই এখন সাফল্য নিয়মিত ধরা দিচ্ছে। কিন্তু সাকিব মনে করেন দলের জন্য সবারই সমান দায়িত্ব এবং সিনিয়র-জুনিয়র নিয়ে আলোচনাটাও পছন্দনীয় নয় বলে জানিয়েছেন তিনি। দেশের মাটিতে সাকিব ৯৬ ওয়ানডে খেলে সর্বাধিক ১৪৬ উইকেট শিকার করেছেন দেশের পক্ষে। ব্যাট হাতেও তৃতীয় সর্বোচ্চ ২৬৮২ রান করেছেন এ অলরাউন্ডার। বাংলাদেশ দলের অনেকগুলো জয়ের মূল কারিগর হিসেবে ভূমিকা রেখেছেন তিনি। এবার তাকেই পাচ্ছে না টাইগাররা ঘরের মাটিতে জিম্বাবুইয়ের বিপক্ষে। আরেক অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার তামিমও নেই। এ দু’জন ছাড়াও মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদদের মতো সিনিয়র ক্রিকেটারদের নৈপুণ্যেই সাফল্য ধরা দেয় বাংলাদেশ দলকে। তাই অনেকবারই তরুণ ক্রিকেটারদের নিয়ে সমালোচনা হয়েছে। এ বিষয়ে সাকিব বলেন, ‘আমার কাছে জুনিয়র সিনিয়র শব্দটাই পছন্দ হয় না। আমার কাছে মনে হয় যারা দলে আছে তারা সবাই খেলার জন্য সক্ষম। এখানে সিনিয়রের বেশি দায়িত্ব, জুনিয়রের কম দায়িত্ব- এ রকম কোন বিষয় নেই। সবার একটা দায়িত্ব কিভাবে দলের হয়ে ম্যাচটা জেতাতে পারবে। কোনদিন ২/৩ জন ভাল খেলবে, কোনদিন ৪/৫ জন ভাল করবে। একটা ম্যাচে ১১ জন ভাল খেলা খুবই কঠিন। সেটা যদি খেলে তাহলে বাংলাদেশ সব ম্যাচ জিততে পারবে।’ নিজের ইনজুরি নিয়ে সাকিব বলেন, ‘আমার ইচ্ছার ওপর কিছু নির্ভর করছে না। যতটুকু সময় লাগে ততটুকু নিতে হবে। একমাসও হয়নি ইনফেকশন গেল। যদি এক-দেড় মাস যায় তাহলে বোঝা যাবে যে কি অবস্থা। তবে আগের থেকে ভাল অবস্থা।’ তামিম ও সাকিব নেই, এরপরও দল জিম্বাবুইয়ের বিপক্ষে ভাল কিছু করবে বলে বিশ্বাস এ অলরাউন্ডারের। তবে জিম্বাবুইয়ে সম্পর্কে তিনি বলেন, ‘আমার যখন ডেব্যু হয়েছিল তখন আমরা জিম্বাবুইয়ের সঙ্গে হারতাম। আর এখন ওদের হারাই। তবে আমি এখনও মনে করি ওদের খুব হাল্কা করে নেয়ার কিছু নেই। কারণ এ দলেরও সামর্থ্য আছে আমরা যদি ভুল করি সেটাকে কাজে লাগিয়ে ম্যাচ জিতে যাওয়ার। কিন্তু আমি খুবই আত্মবিশ্বাসী যে আমাদের খেলোয়াড়দের ভুল শুধরে ফেরার সামর্থ্য আছে।’ বিভিন্ন সময়ে অনেকেই দল থেকে ছিটকে পড়ছেন, আবার কেউ নিয়মিত ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেও জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। এ বিষয়ে সাকিব বলেন, ‘যারা দলে থাকে ভাল করেই আসে। আর যারা দলে থাকে না তারা একটু ফর্মের কারণে বাদ পড়ে। যখন যার সুযোগ আসবে সে অবশ্যই চেষ্টা করবে যেন পারফর্ম করতে পারে। দলের হয়ে অবদান রাখতে পারে। এটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত খেলোয়াড়ের।’
×