ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার ঘরের মাঠে লেভান্তের কাছে হার, লা লিগায় আলাভেসের চমক

ঘোর সঙ্কটে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০৬:৪০, ২১ অক্টোবর ২০১৮

ঘোর সঙ্কটে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও হেরে গেল রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার লেভান্তের কাছে ২-১ গোলে হেরেছে লস ব্ল্যাঙ্কোসরা। এর ফলে সবধরনের প্রতিযোগিতায় শেষ পাঁচ ম্যাচে জয়হীন রিয়াল মাদ্রিদ। ২০০৯ সালের মে মাসের পর স্প্যানিশ জায়ান্টদের এটাই সবচেয়ে বাজে পারফর্মেন্স। শেষ পাঁচ ম্যাচে এটা তাদের চতুর্থ পরাজয়। এই হারের ফলে রিয়াল মাদ্রিদের কোচ জুলেন লোপেতেগুইয়ের চাকরি হারানোর সম্ভাবনাটা আরও উজ্জ্বল হলো। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরুর ৬ মিনিটেই প্রথম এগিয়ে যায় লেভান্তে। জোসে লুইস মোরালেসের গোলে প্রথম এগিয়ে যায় সফরকারীরা। ম্যাচের ১৩ মিনিটেই পেনাল্টির সৌজন্যে লেভান্তের গোল ব্যবধান দ্বিগুণ করেন রজার মার্টি। এর ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লেভান্তে। ম্যাচের ৭২ মিনিটে রিয়াল মাদ্রিদের সান্ত¡নার এক গোল করেন মার্সেলো। জয়ের জন্য যা মোটেও যথেষ্ট ছিল না। তবে ব্রাজিলিয়ান তারকার সৌজন্যে টানা চার ম্যাচে গোল-খরা কাটিয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ। এটাই ক্লাবটির সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর। অথচ শুক্রবার স্প্যানিশ লা লিগায় চমক উপহার দিয়েছে আলাভেস। সেল্টা ভিগোর মাঠ থেকে জয় নিয়ে বাড়ি ফিরেছে তারা। টমাস ফিনার একমাত্র গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে আলাভেস। আর এই জয়ের ফলেই লা লিগার শীর্ষে উঠে এসেছে আবেলার্দোর দল। মৌসুমের প্রথম ৯ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে শনিবার পর্যন্ত সবার ওপরে অবস্থান করছে আলাভেস। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া। ১৫ পয়েন্ট নিয়ে তিন ও চারে রয়েছে যথাক্রমে বার্সিলোনা ও এ্যাটলেটিকো মাদ্রিদ। তবে আলাভেসের চেয়ে প্রত্যেকেই একটি করে ম্যাচ কম খেলে। শনিবার অবশ্য মাঠে নামে বার্সিলোনা, সেভিয়া এবং এ্যাটলেটিকো মাদ্রিদ। যে কারণে আলাভেসকে টপকে যেতে পারে তাদের যে কেউ। তারপরও মৌসুমের শুরুতেই শীর্ষে উঠাটা আলাভেস ভক্তদের জন্য দারুণ ব্যাপার। অন্তত ২৪ ঘণ্টার জন্য হলেও নিজেদের দলকে লীগ টেবিলের শীর্ষে দেখে ঘুমাতে পেরেছেন তারা। ২০১৮-১৯ মৌসুমে আলাভেস তাদের ১২ গোলের মধ্যে শুধু সেট পিস থেকেই করেছে ছয় গোল। যা অন্য যে কোন দলের চেয়ে বেশি। এ মৌসুমে শুধু ফ্রি-কিক থেকেই তিন গোল করেছে দলটি। আলাভেসের বর্তমান কোচ আবেলার্দো। কখনই বড় কোন শিরোপার দেখা পায়নি দলটি। ২০০১ সালে উয়েফা কাপের ফাইনালে লিভারপুলের কাছে হেরেছিল তারা। ২০১৭ সালে কোপা ডেল’রের ফাইনালেও জায়গা করে নেয় আলাভেস। কিন্তু সেবার স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার কাছে হেরে যায় আলাভেস।
×