ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডেথ গ্রুপে শেখ জামাল, মোহামেডান ও বসুন্ধরা কিংস

প্রকাশিত: ০৬:৩৯, ২১ অক্টোবর ২০১৮

ডেথ গ্রুপে শেখ জামাল, মোহামেডান ও বসুন্ধরা কিংস

স্পোর্টস রিপোর্টার ॥ সংবাদ সম্মেলন দেরিতে শুরু করার বদভ্যাস এখনও কাটিয়ে উঠতে পারলো না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ‘সুযোগ্য-সময়নিষ্ঠ’ কর্মকর্তারা। শনিবার ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপিং ড্র এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ছিল বেলা ১২টায়। কিন্তু দুপুর ১টার সময়ও অনুষ্ঠান শুরুর কোন লক্ষণ না দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রেস কনফারেন্স কভার করতে আসা গণমাধ্যমকর্মীরা। তারা তখন তাৎক্ষণিকভাবে স্বতঃর্স্ফূতভাবে সবাই সংবাদ সম্মেলন বর্জন করে ভবন ত্যাগ করে নিচে নেমে আসেন। আর তখনই ‘ঘুম ভাঙ্গে কুম্ভকর্ণের!’ হুঁশ ফেরে তাদের। বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী (যিনি আবার সম্প্রতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন) ব্যস্তসমস্ত হয়ে তড়িঘড়ি করে নিচে নেমে এসে সাংবাদিকদের অনুনয়-বিনয় এবং দুঃখ প্রকাশ করে তাদের আবারও সম্মেলন কক্ষে ফিরিয়ে নিয়ে যান। সঙ্গে সঙ্গেই ভোজবাজির মতো শুরু হয় সংবাদ সম্মেলন। মৌসুম-সূচক ফুটবল আসর ফেডারেশন কাপ শুরুর পূর্ব নির্ধারিত সময় ছিল ২২ অক্টোবর। তবে ক্লাবগুলোর আপত্তি এবং অন্যান্য কারণে বাফুফে আসরটি পিছিয়ে দেয় পাঁচ দিন (এমনিতে অবশ্য যে কোন খেলা পেছাতে বাফুফের ‘সুনাম’ আগে থেকেই আছে!)। ফলে ৩০তম এই আসরটি শুরু হচ্ছে ২৭ অক্টোবর থেকে। টুর্নামেন্টের ভেন্যু ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। খেলা সরাসরি দেখানোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশ টেলিভিশনে। এবারের ফেডারেশন কাপে প্রধান পৃষ্ঠপোষক ওয়ালটন। গ্রুপিং অনুযায়ী ১৩ দল খেলবে চারটি গ্রুপে। খেলার সময়সূচী এখনও ঘোষণা করেনি বাফুফে। গত প্রিমিয়ার লীগের র‌্যাঙ্কিং অনুযায়ী দলগুলোকে বিভিন্ন ‘সিডে’ রাখা হয়। গ্রুপিং ড্রতে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে গত আসরের রানার্সআপ চট্টগ্রাম আবাহনী লিমিটেড। আর কঠিন গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। তবে সবচেয়ে কঠিন বা ‘ডেথ গ্রুপ’-এ পড়েছে ১০ বারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, তিনবারের শিরোপাধারী শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড এবং এবারের দলবদলের সবচেয়ে শক্তিশালী-আলোচিত, নবাগত এবং দামী দল বসুন্ধরা কিংস। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘গ্রুপপর্বে প্রতিদিন দু’টি করে ম্যাচ হবে। দু’দিন পরপর একটি করে ম্যাচ রাখা হয়েছে। গ্রুপপর্ব শেষে একদিন বিরতি দিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। তবে মাঝে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ থাকায় কিছুদিন বিরতি দিয়ে ২১ এবং ২২ নবেম্বর হবে সেমিফাইনাল। আর ফাইনাল হবে ২৫ নবেম্বর।’ দিনে একটি ম্যাচ হলে বিকেল ৫টা এবং ২টি করে ম্যাচ হলে প্রথম ম্যাচ বিকেল সাড়ে ৩টা ও দ্বিতীয় ম্যাচ বিকেল পৌনে ৬টা থেকে শুরু হবে। প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ লাখ এবং রানার্সআপ দল পাবে তিন লাখ টাকা। তবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ হবার কথা থাকায় ফেডারেশন কাপের সূচীতে কিছুটা পরিবর্তন আসতে পারে। যেহেতু প্রধানমন্ত্রীর মন্ত্রণালয় থেকে ফাইনালের সময় ঠিক করা হবে, তাই আপাতত ওই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের সময় জানা যায়নি। বাংলাদেশ জাতীয় দলের ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হবে ১২ থেকে ২২ নবেম্বর পর্যন্ত। ‘এ’ গ্রুপে আছে বন্দরনগরীর দল চট্টগ্রাম আবাহনী, তিনবারের রানার্সআপ আরামবাগ ক্রীড়া সংঘ এবং ‘জায়ান্ট কিলার’ খ্যাত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। গ্রুপ ‘বি’তে আছে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড, তিনবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড এবং একবারের রানার্সআপ টিম বিজেএমসি। ‘সি’গ্রুপে আছে ১০ বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী, একবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেড এবং তিনবারের শিরোপাধারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। গ্রুপ ‘ডি’তে নবাগত দুই দল নিয়ে মোট ৪ দল খেলছে। সিডিং অনুযায়ী শেখ জামাল, মোহামেডান, বসুন্ধরা কিংস এবং লটারির মাধ্যমে নোফেল (নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুর) স্পোর্টিং ক্লাবকে রাখা হয়েছে। কাগজে-কলমে মৌসুমের সবচেয়ে শক্তিধর দল ধরা হচ্ছে বসুন্ধরা কিংসকে। তাই গ্রুপ ‘ডি’কে বলা যায় ডেথ গ্রুপ। গত বছর দুই ক্লাব এএফসি ক্লাবে খেলার সুযোগ পেলেও এবার মাত্র একটি ক্লাবেরই সুযোগ থাকছে এএফসি কাপে খেলার। সেটি ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দলের। তবে শুধু ৪টি এএফসির লাইসেন্সধারী ক্লাবের কোন একটি চ্যাম্পিয়ন হলে তবেই এএফসি কাপে খেলার সুযোগ থাকছে বাংলাদেশ থেকে। ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপিং * ‘এ’ গ্রুপ : চট্টগ্রাম আবাহনী, আরামবাগ এবং রহমতগঞ্জ * ‘বি’ গ্রুপ : সাইফ, ব্রাদার্স এবং বিজেএমসি * ‘সি’ গ্রুপ : ঢাকা আবাহনী, শেখ রাসেল এবং মুক্তিযোদ্ধা * ‘ডি’ গ্রুপ : শেখ জামাল, মোহামেডান, বসুন্ধরা কিংস এবং নোফেল
×