ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএসএমএমইউতে দুর্গাপূজা পুনর্মিলনী

প্রকাশিত: ০৬:০০, ২১ অক্টোবর ২০১৮

বিএসএমএমইউতে দুর্গাপূজা পুনর্মিলনী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের ডাঃ মিল্টন হলে শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে দুর্গাপূজা পুনর্মিলনী অনুষ্ঠান ২০১৮ উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও ব্রাদার, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দের সঙ্গে শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন। সার্বজনীন এই অনুষ্ঠানে বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ সৈয়দ মোজাফফর আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ এবং অফিসপ্রধানগণ উপস্থিত ছিলেন। মুখ গহ্বরের ক্যান্সার বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা শুরু ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাক কান গলা বিভাগের হেড এ্যান্ড নেক সার্জারি ডিভিশনের উদ্যোগে ওরাল ক্যান্সার (মুখ গহ্বরের ক্যান্সার)-এর ওপর শনি ও রবিবার দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার শুভ উদ্বোধন করেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএনটি বিভাগের চেয়ারম্যান বিশিষ্ট হেড-নেক সার্জন অধ্যাপক ডাঃ বেলায়েত হোসেন সিদ্দিকী। আরও বক্তব্য রাখেন ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ও বিশিষ্ট হেড-নেক সার্জন অধ্যাপক ডাঃ অনিল কে. ডি’ ক্রুজ। উক্ত কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৩০০ জন বিশিষ্ট হেড-নেক সার্জন অংশগ্রহণ করেন। এতে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালের কাছ থেকে প্রখ্যাত হেড-নেক সার্জনরা লাইভ সার্জারি ডেমোনেসট্রেশন করেন। -বিজ্ঞপ্তি
×