ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কদমতলীতে ময়লার স্তূপ থেকে মানব দেহের খণ্ডাংশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৯, ২১ অক্টোবর ২০১৮

কদমতলীতে ময়লার স্তূপ থেকে মানব দেহের খণ্ডাংশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কদমতলীতে ট্রলি ব্যাগের ভেতর থেকে মানবদেহের খণ্ডিত লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার গভীর রাতে পাটেরবাগে স্কুলের গলির ময়লার স্তূপ থেকে ট্রলি ব্যাগটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় পুলিশ। কদমতলী থানার ওসি আব্দুল জলিল জানান, ময়লার স্তূপে পাওয়া ট্রলি ব্যাগটি টোকাইরা দেখতে পেয়ে নাড়াচাড়া করছিল। ব্যাগ থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ খবর পেয়ে ওই ট্রলি ব্যাগ থেকে মানবদেহের খ-াংশ উদ্ধার করে। ওসি জানান, কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশ দুটির একটি ট্রলি ব্যাগের ভেতরে। আরেকটি পাওয়া যায় স্কুল ব্যাগে। তবে ব্যাগটি কে বা কারা ওই গলির মুখে ফেলে রেখে গেছে। তা নিয়ে খোঁজখবর করা হচ্ছে। বাকি অংশ খোঁজার চেষ্টা চলছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ওসি জানান, উদ্ধারকৃত খ-াংশ নারী না পুরুষের তা বোঝা যাচ্ছে না। অবশ্য এটি কোন পুরুষের দেহের অংশ হবে বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য দেহের খ-াংশ মিটফোর্ড মর্গে পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত ২ ॥ রাজধানীর পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল আটটার দিকে খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেলের সামনে রাস্তা পার হতে গিয়ে ঢাকাগামী বাসের ধাক্কায় আব্দুল সালাম (৬৮) নামে এক পথচারী গুরুতর আহত হন। পুলিশ কনস্টেবল মোশারফ হোসেন তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালের জরুরী বিভাগে আনে। ওখানে চিকিৎসাধীন সকাল দশটার দিকে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র সূত্রে জানা গেছে, তার বাড়ি গাজীপুর সদরের কলমেশ্বর গ্রামে। বিকেলে ঢামেক মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। শুক্রবার গভীর রাতে হাজারীবাগের শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী প্রাইভেটের ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক মহিলা নিহত হন। পুলিশ প্রাইভেটকার ও চালককে পরে আটক করে। ছিনতাইকারীর কবলে ব্যবসায়ী ॥ রাজধানীর কামরাঙ্গীরচরে ছিনতাইকারীরা দুই মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে। আহতরা হচ্ছে সবুজ (২১) ও রমজান (২০)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে কামরাঙ্গীরচরের কয়লাঘাটে এ ঘটনা ঘটে।
×