ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সেডান গাড়ির নতুন সংস্করণ দেখাল টেসলা

প্রকাশিত: ০৪:১৬, ২১ অক্টোবর ২০১৮

সেডান গাড়ির নতুন সংস্করণ দেখাল টেসলা

মডেল ৩ সেডান গাড়ির নতুন একটি সংস্করণ উন্মোচন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে ৪৫ হাজার ডলার মূল্যের এই গাড়ি দেখিয়েছে প্রতিষ্ঠানটি। টেসলার ওয়েবসাইটে বলা হচ্ছে, রিয়ার-হুইল-ড্রাইভ এই মডেলটিতে একটি ‘মাঝারি মাত্রার’ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। একবার পুরো চার্জ দেয়া হলে গাড়িটি ২৬০ মাইল চলতে পারবে। নতুন এই সংস্করণটি অর্ডার দেয়ার পর সরবরাহ করতে ছয় থেকে থেকে ১০ সপ্তাহ লাগবে বলে ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। চলতি বছরের মধ্যে কিনলে এই গাড়িটির জন্য সাড়ে সাত হাজার ডলার কর মওকুফ পাবেন মার্কিন ক্রেতারা। তবে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে টেসলা গাড়ির জন্য এই কর মওকুফের পরিমাণ অর্ধেক হয়ে যাবে বলে জানিয়েছে রয়টার্স। মডেল ৩-এর জন্য ৩৫ হাজার ডলার মূল্যের একটি সংস্করণ আনার বিষয়ে টেসলা প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির আনা সবচেয়ে সস্তা সংস্করণের গাড়ির দাম শুরু হয়েছে প্রায় ৪৯ হাজার ডলার থেকে। -অর্থনৈতিক রিপোর্টার
×