ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চীনে চলছে ১২৪তম আমদানি-রফতানি মেলা

প্রকাশিত: ০৪:১৫, ২১ অক্টোবর ২০১৮

চীনে চলছে ১২৪তম আমদানি-রফতানি মেলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার গ্যাঁড়াকলের মধ্যে চীনে চলছে ১২৪তম চীন আমদানি-রফতানি মেলা। ক্যান্টন ফেয়ার নামে পরিচিত এ মেলায় পাওয়া যাচ্ছে অত্যাধুনিক সব পণ্য। গুয়াডং শহরে অনুষ্ঠিত এ মেলা চলবে ৪ নবেম্বর পর্যন্ত। চীন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা আর বাণিজ্য যুদ্ধের মধ্যেই শুরু হয়েছে ক্যান্টন ফেয়ার। মেলার মূল আকর্ষণ, বাইক, এলইডি লাইট, আর ক্রিসমাস ট্রি। মেলায় আসা ব্যবসায়ীদের মধ্যে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ভবিষ্যত নিয়ে রয়েছে শঙ্কা। সেইসঙ্গে সম্পত্তির বাজার, কর্পোরেট ঋণ আর বায়ুদূষণের কারণে বেশ চাপের মুখে আছে দেশটি। বেজিং কর্তৃপক্ষ বলছে, রফতানি বাড়াতে চলতি বছর ডলারের বিপরীতে ৬ শতাংশ পর্যন্ত কমানো হবে ইউয়ানের মান। তিন ভাগে অনুষ্ঠিত হবে এ প্রদর্শনী। প্রথম পর্যায়ে এ মেলা শুক্রবার শেষ হয়েছে। দ্বিতীয় ধাপের মেলা অনুষ্ঠিত হওয়ার সময়সীমা ২৩ থেকে ২৭ অক্টোবর। তৃতীয় ধাপে তা অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর থেকে ৪ নবেম্বর। ১০ লাখ স্কয়ার মিটার এলাকাজুড়ে আয়োজিত এ প্রদর্শনীতে বুথ রয়েছে ৬০ হাজারের ওপরে। এতে অংশ নিয়েছে ২০ হাজার স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসায়ী। মেলায় প্রায় ৯ হাজার কোম্পানি নিজেদের তৈরি ইলেক্ট্রনিক্স, গৃহস্থালি, গাড়ির যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্য প্রদর্শনীর আয়োজন করেছে।
×