ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠক কাল শুরু

প্রকাশিত: ০৪:১৫, ২১ অক্টোবর ২০১৮

বাংলাদেশ রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠক কাল শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত আন্তঃসরকার কমিশনের প্রথম বৈঠক আগামীকাল থেকে ২৪ অক্টোবর মস্কোতে অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, অর্থনৈতিক উন্নয়নে দুবছর আগে বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে আন্তঃসরকার কমিশন গঠন করা হয়। কিন্তু বিভিন্ন কারণে দুদেশের মধ্যে বৈঠকের তারিখ মিলছিল না। সূত্র জানিয়েছে, দুদেশের আন্তঃসরকার কমিশনের প্রথম বৈঠকে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও কারিগরি সহযোগিতা বিষয়ে আলোচনা হবে। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব কাজী শফিকুল আযম। ৭১৫ কোটি টাকা মূলধন নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ফারমার্স ব্যাংক অর্থনৈতিক রিপোর্টার ॥ ৭১৫ কোটি টাকা মূলধন নিয়ে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে বেসরকারী খাতের ব্যাংক ফারমার্স ব্যাংক। এতে গ্রাহকদের আস্থা ফিরে পাচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এহসান খসরু। গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে পরিচলনা পর্ষদের সভা শেষে একথা জানান তিনি। এ সময় ব্যাংকটির চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফত, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ওবায়েদ উল্লাহ আল মাসুদসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। গ্রাহকের আস্থা ধরে রেখে আগামী দিনে পথচলার নানা বিষয় নিয়ে আলোচনা হয় সভায়।
×