ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে লেনদেন কমেছে ৫৬ শতাংশ

প্রকাশিত: ০৪:১০, ২১ অক্টোবর ২০১৮

ব্লক মার্কেটে লেনদেন কমেছে ৫৬ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোটি ৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫৬ শতাংশ কম। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ৬৩ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে এ মার্কেটে লেনদেন হয়েছিল ১৪৫ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকার। অর্থাৎ বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন আগের সপ্তাহ থেকে ৮১ কোটি ৬২ লাখ টাকা বা ৫৬.২০ শতাংশ কম হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের। কোম্পানিটির মোট ১৬ কোটি ৫৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে বিডি ফাইন্যান্সের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে মার্কেন্টাইল ব্যাংকের। এছাড়া রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬ লাখ ৫০ হাজার টাকার, এ্যাডভেন্ট ফার্মার ৩৫ লাখ টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৩ লাখ ৪০ হাজার টাকার, প্রগতি ইন্স্যুরেন্সের ৭১ লাখ ৫০ হাজার টাকার, বিবিএস কেবলসের ১ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকার, নূরানী ডাইংয়ের ৩০ লাখ ৮০ হাজার টাকার, শাশা ডেনিমসের ১১ লাখ ২০ হাজার টাকার, গ্রামীণ ফোনের ১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকার, ইনটেকের ২২ লাখ ৮০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৯০ লাখ ৫০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৭০ লাখ ৬০ হাজার টাকার, শাহজালাল ইসলামী ব্যাংকের ৫৭ লাখ ৩০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪৭ লাখ ৩০ হাজার টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ লাখ ৩০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ২৩ লাখ ৮০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ২ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৭৬ লাখ ৩০ হাজার টাকার, তিতাস গ্যাসের ৬১ লাখ ২০ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংকের ১ কোটি ৩ লাখ ২০ হাজার টাকার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৭৪ লাখ ৮০ হাজার টাকার, উত্তরা ব্যাংকের ১ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকার, সোস্যাল ইসলামী ব্যাংকের ৭৯ লাখ ৬০ হাজার টাকার, সিমটেক্সের ১ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের ৮৯ লাখ টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৯৮ লাখ ৮০ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ৯৬ লাখ ৬০ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৭৯ লাখ ২০ হাজার টাকার, অলিম্পিকের ২ কোটি ৪৬ লাখ টাকার ও ওয়ান ব্যাংকের ১ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে।
×