ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিনিয়োগ সম্মেলন বয়কটের হুমকিতে সৌদি অর্থনীতি

প্রকাশিত: ০৪:০৯, ২১ অক্টোবর ২০১৮

বিনিয়োগ সম্মেলন বয়কটের হুমকিতে সৌদি অর্থনীতি

সাংবাদিক জামাল খাশোগি হত্যা নিয়ে বিশ্বব্যাপী তোলপাড়ের মধ্যে রিয়াদে আগামী সপ্তাহের বাণিজ্যিক সম্মেলন বর্জনের হিড়িক সৌদি আরবে রাজনৈতিক ও কূটনৈতিক ঝুঁকি সৃষ্টির পাশাপাশি অর্থনীতিকেও গভীর সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে। খবর ওয়েবসাইটের। আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। কিন্তু তার আগেই সম্মেলন বয়কটের ঘোষণা দিচ্ছেন পশ্চিমা দেশগুলোর মন্ত্রীরা। তাদের সঙ্গে আরও কয়েকজন রাজনীতিবিদ ও ব্যবসায়িক নেতাও সম্মেলন বয়কট করছেন। খাশোগি খুনের ঘটনার পেছনে সৌদি আরব জড়িত থাকতে পারে বলে অভিযোগের মুখে দেশগুলো এ পদক্ষেপ নিচ্ছে। এতে সৌদি আরবে বিনিয়োগের সুযোগ তৈরি হওয়া তো দূরের কথা বরং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কই ঝুঁকিতে পড়েছে। গত ২ অক্টোবরে তুরস্কের ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে ঢোকার পর আর বেরিয়ে আসেননি সৌদি সাংবাদিক জামাল খাশোগি। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করছে তুরস্ক। সৌদি আরব এ অভিযোগ অস্বীকার করে আসছে।
×