ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সিরিয়ায় ছয় দ্রুজ জিম্মির মুক্তি

প্রকাশিত: ০৪:০৮, ২১ অক্টোবর ২০১৮

সিরিয়ায় ছয় দ্রুজ জিম্মির মুক্তি

ইসলামিক স্টেট গ্রুপ মুক্তিপণ ও বন্দী বিনিময়ের মাধ্যমে ২৭ দ্রুজ জিম্মির মধ্যে ছয় জনকে মুক্তি দিয়েছে। সিরিয়ার সোয়েদা প্রদেশে গত জুলাইয়ে ভয়াবহ হামলা চালানোর সময় তারা এদের জিম্মি করে। শনিবার পর্যবেক্ষণ গ্রুপ এ কথা জানায়। খবর এএফপির। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপের পরিচালক রামি আবদেল রাহমান এএফপিকে বলেন, ‘গত রাতে সোয়েদা প্রদেশ থেকে দুই নারী ও চার শিশুকে মুক্তি দেয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ইসলামিক স্টেট গ্রুপের ৬০ কারাবন্দীর মুক্তি এবং ২ কোটি ৭০ লাখ ডলারের মুক্তিপণের বিনিময়ে সকল দ্রুজ জিম্মিকে মুক্তি দিতে সিরীয় সরকারের সঙ্গে করা একটি চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে এদের মুক্তি দেয়া হলো। পরমাণু সমঝোতার প্রতি এশিয়া ও ইউরোপীয় নেতাদের সমর্থন এশিয়া ও ইউরোপের শীর্ষ নেতারা প্যারিসে এক সম্মেলন থেকে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি সমর্থন জানিয়ে এটির পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। শুক্রবার এশিয়া-ইউরোপ মিটিং বা আসেমের শীর্ষ সম্মেলন থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পরমাণু সমঝোতা একটি সময়োপযোগী ও কার্যকর চুক্তি যা বাস্তবায়ন করলে সুফল পাওয়া যাবে। -খবর ওয়েবসাইটের ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি আসেমের ১২তম দ্বিবার্ষিক সম্মেলনের অবকাশে সাংবাদিকদের বলেছেন, এই সম্মেলনে এশিয়ার দেশগুলো পরমাণু সমঝোতা রক্ষা করার ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ঐকমত্য প্রকাশ করেছে।
×