ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কড়া নিরাপত্তায় আফগানিস্তানে ভোটগ্রহণ শেষ

প্রকাশিত: ০৪:০৭, ২১ অক্টোবর ২০১৮

কড়া নিরাপত্তায় আফগানিস্তানে ভোটগ্রহণ শেষ

সরকারী বাহিনীর কড়া নিরাপত্তা ও তালেবান বিদ্রোহীদের হুমকির মধ্যেই দীর্ঘ প্রতীক্ষিত সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন আফগানিস্তানের জনগণ। শনিবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে তা শেষ হয় বেলা সাড়ে ১১টায়। ভোট চলাকালে রাজধানী কাবুলের ভোটকেন্দ্রগুলোতে কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভোটকেন্দ্রে বিস্ফোরণের পর কাবুলের উত্তরের এক স্কুলের ভোটকেন্দ্রের ভোটারদের দৌড়ে পালাতে দেখা গেছে। খবর এএফপি ও বিবিসির। এক ভোটার জানান, তিনি ভোট দেয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বিস্ফোরণের পর ভোটকেন্দ্র ছেড়ে জীবন বাঁচানোর জন্য দৌড়াতে থাকেন। সেখান থেকে কয়েকজনকে সরিয়ে নিয়ে যেতে দেখেছেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি ভোটকেন্দ্রগুলোতে দুটি বিস্ফোরণের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, কোন হতাহতের ঘটনা ঘটেনি। কারণ ভোটাররা তখন অবস্থান করছিলেন ভোটকেন্দ্রের বাইরে। এবারের নির্বাচনে আড়াই শ’টি সংসদীয় আসনের জন্য আড়াই হাজারের বেশি প্রার্থী লড়াই করছেন, যাদের মধ্যে নারীর সংখ্যাও কম নয়। ২০১৫ সালে আগের সংসদের মেয়াদ শেষ হওয়ার পরপরই নতুন নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিতর্ক ও যুদ্ধ পরিস্থিতির কারণে তা করা যায়নি। প্রায় ৯০ লাখ ভোটার এবারের নির্বাচনে তাদের রায় জানানোর সুযোগ পাচ্ছেন। যদিও তালেবান হুমকির কারণে ভোট পড়ার হার কম হবে বলেও আশঙ্কা করা হচ্ছে। দুর্নীতি, অর্থনৈতিক দুরবস্থা, সংঘাতের বিস্তৃতির কারণেও রাজনৈতিক নেতাদের নিয়ে আস্থা পাচ্ছেন না অনেক আফগান নাগরিক।
×