ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গার্ডিয়ানের সাংবাদিককে মারধরের প্রশংসা

ট্রাম্পকে ক্ষমা চাওয়ার দাবি সিপিজের

প্রকাশিত: ০৪:০৫, ২১ অক্টোবর ২০১৮

ট্রাম্পকে ক্ষমা চাওয়ার দাবি সিপিজের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গার্ডিয়ানের সাংবাদিককে মারধর করা তার দলের স্থানীয় একজন কংগ্রেসম্যানের প্রশংসা করছেন। তিনি তাকে ‘নিজের লোক’ বলে উল্লেখ করেন। তার এই মন্তব্যের পর তাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন সিপিজে। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র একজন মুখপাত্র শুক্রবার বলেছেন, কোন সাংবাদিককে ভয়ভীতি দেখানো বা তার ওপর সহিংস হামলা চালানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গার্ডিয়ান। ট্রাম্প বৃহস্পতিবার মনটানা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারাভিযান চালানোর সময় স্থানীয় কংগ্রেস সদস্য গ্রেগ গিয়ানফোর্টের কথা উল্লেখ করে বলেন, ‘তিনি একজন স্মার্ট এবং আমার প্রিয় লোক।’ ট্রাম্প গ্রেগের শারীরিক সক্ষমতার প্রশংসা করেন। ট্রাম্পের এমন বক্তব্যের পর সমর্থকদের উল্লাস করতে দেখা যায়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের (সিপিজে) উপদেষ্টা পরিচালক কোর্টনি বার্ডসে বলেন, ‘ট্রাম্প যেভাবে সমাবেশে দাঁড়িয়ে প্রেসের ওপর হামলাকারীর প্রশংসা করেছেন তাতে আমরা উদ্বিগ্ন।’ তিনি তাকে ক্ষমা চাওয়ার দাবি জানান। নিউইয়র্ক টাইমসের সাংবাদিক বিনইয়ামিন আপেলবম টুইটারে বলেছেন, ‘গিয়ানফোর্ট একজন অপরাধী। তিনি তার অপরাধ স্বীকার করেছেন। একজন অপরাধীর অপরাধমূলক কাজকে অভিনন্দিত করেছেন ট্রাম্প।’ ওই পত্রিকারই রিপোর্টার শেরিল স্টোলবার্গ বলেন, ‘ট্রাম্প প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে সাংবাদিকের বিরুদ্ধে সহিংসতার প্রশংসা করলেন।’ ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর থেকেও ঘটনার নিন্দা জানানো হয়। ট্রাম্প ক্ষমতায় আসার পর দুদেশের সম্পর্কে যেন অবনতি না ঘটে সে বিষয়ে সচেতন রয়েছে ডাউনিং স্ট্রিট। এই প্রথম তার ব্যতিক্রম লক্ষ্য করা গেল। শুক্রবার আরিজোনায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন ট্রাম্প। তিনি তার আগের দিনের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবেন কি না এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প জানিয়ে দেন, ‘না না না’। গত বছর মে মাসে গার্ডিয়ানের সাংবাদিক বেন জ্যাকবসকে মারধর করেন ৫৬ বছর বয়সী গিয়ানফোর্ট। ওবামাকেয়ার নামে পরিচিত স্বাস্থ্যসেবা সংস্কার নিয়ে প্রশ্ন করায় এই হামলা করা হয়। গিয়ানফোর্টকে ৩৮৫ ডলার জরিমানা দিতে হয়েছিল। কংগ্রেসের একটি উপ-নির্বাচনের আগের দিন ওই ঘটনা ঘটে। গিয়ানফোর্ট জ্যাকবকে ঘাড় ধরে মাটিতে ফেলে দেন ও তার চশমা ভেঙ্গে ফেলেন। ফক্স টেলিভিশনের আরেকজন সাংবাদিক ওই ঘটনার প্রত্যক্ষদর্শী। এরপর দিন অনুষ্ঠিত নির্বাচনে গিয়ানফোর্ট জিতে যান। সাংবাদিক পেটানোর ঘটনায় নির্বাচনে রিপাবলিকানরা ক্ষতিগ্রস্ত হবে, এমন আশঙ্কা দূর করতে ট্রাম্প বলেন, ‘মনটানাকে আমি ভালভাবেই জানি। শেষ পর্যন্ত গিয়ানফোর্টই নির্বাচনে জেতেন।’
×