ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার প্রতিফলন নেই সড়কে

প্রকাশিত: ০৭:৪০, ২০ অক্টোবর ২০১৮

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার প্রতিফলন নেই সড়কে

স্টাফ রিপোর্টার ॥ নিরাপদ সড়ক নিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া নির্দেশনার প্রতিফলন ঘটেনি ৩ মাসেও। বাসের দরজা খুলে যত্রতত্র যাত্রী ওঠানামা, ফুটপাতে মোটরসাইকেল চলাচলসহ সড়কের নানা অনিয়ম এখনো থামেনি। বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের ধারাবাহিক তৎপরতা না থাকায় নিশ্চিত করা যাচ্ছে না নিরাপদ সড়ক। তবে আগের তুলনায় সড়কে অনেকটা শৃঙ্খলা ফিরেছে দাবি করে পুলিশ বলছে, সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। বিপজ্জনকভাবে চলন্ত বাসে দরজা খুলেই উঠানো হচ্ছে যাত্রীদের। আবার কোথাও হাঁটার পথে দ্বিচক্র যানের রাজত্ব। বেপরোয়া এই চালকদের সামলানো যেন কষ্টসাধ্য ট্রাফিক নিয়ন্ত্রণ সংস্থার। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর নানা পদক্ষেপ নেয়া হলেও কিছু চালক ও যাত্রীদের বেপরোয়া চলাচলে কোনোভাবেই শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না সড়কে। কিছু নিষেধাজ্ঞা দিয়ে নিরাপদ সড়ক নিশ্চিতে ১৭টি নির্দেশনা দিয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়। কিন্তু মানা হচ্ছে না তার কোনটিই। তবে সাধারণ মানুষ বলছেন, সড়কে পরিকল্পিত ব্যবস্থা গড়ে না ওঠায় অনিয়মের ফাঁদে পা দিচ্ছেন নিজেরাই। এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি না থাকা ও সড়ক ব্যবস্থার নানা অসঙ্গতির সামাধান না করাকে দুষছেন বিশেষজ্ঞরা।
×