ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পটিয়ায় ঝুঁকিপূর্ণ সেতু ॥ দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশিত: ০৭:১৬, ২০ অক্টোবর ২০১৮

পটিয়ায় ঝুঁকিপূর্ণ সেতু ॥  দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৯ অক্টোবর ॥ পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর গ্রামে গুরুত্বপূর্ণ একটি সেতুর গোড়ার মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন মুহূর্তে দুর্ঘটনার আশংকা রয়েছে। খরনা খালের ওপর এই সেতু যেন এখন মরণ ফাঁদ। এলাকার কয়েকশ পরিবারের মানুষ ঝুঁকির মধ্যে যাতায়াত করছে। গত কয়েক বছর আগে বর্ষা মৌসুমে পাহাড়ী ঢলের স্রোতে সেতুর পশ্চিম পাড়ে মাটি সরে গেলে এই পরিস্থিতি হয়। যার কারণে ওই এলাকার রাম হরিদাস সড়ক দিয়ে সকল প্রকার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এলাকাবাসী বিষয়টি কচুয়াই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করেছেন। খরনা চেয়ারম্যান ঘাটার পশ্চিম দিকে যাওয়া রাম হরিদাস সড়কের শেষ মাথায় এ সেতু। এলাকার লোকজন ছাড়াও স্কুল, কলেজ শিক্ষার্থীরা প্রতিদিন পায়ে হেঁটে ঝুঁকি নিয়ে চলাচল করছে। জানা গেছে, ২০০৫ সালে খরনা খালের ওপর সেতু নির্মাণের পর গাড়ি চলাচল করলেও গত এক বছর সেতুর সংযোগ সড়ক ভেঙে বিলীন হয়ে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ সড়কের সঙ্গে পটিয়া-চন্দনাইশ-বৈলতলী মূল সড়কের সঙ্গে সংযুক্ত। রাম হরিদাস সড়ক দিয়ে আজিমপুর উচ্চ বিদ্যালয়, পূর্ব আজিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আজিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুজাফরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, যশোদা নগেন্দ্র নন্দী মহিলা ডিগ্রী কলেজ ও বিজিসি ট্রাস্ট ইউনির্ভাসিতে এলাকার শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে যাতায়াত করে থাকেন। গেল বর্ষা মৌসুমের আগে সেতুর সঙ্গে সংযোগ সড়ক নির্মিত হয়। কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ইনজামুল হক জসিম বলেন, রাম হরিদাস সড়কের মাঝামাঝিতে খরনা খালের ওপর যে সেতু রয়েছে তা এখন ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরকে (এলজিইডি) অবহিত করা হয়েছে।
×