ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ কেমন বর্বরতা –

প্রকাশিত: ০৭:১৫, ২০ অক্টোবর ২০১৮

 এ কেমন বর্বরতা –

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৯ অক্টোবর ॥ জারিব আকন নামে মানসিক প্রতিবন্ধীকে গরম পানি ঢেলে গা ঝলসে দিয়েছে। ওই প্রতিবন্ধী পথ ভুলে পৌরসভার খালেক আকন নামে এক ব্যক্তির বাড়ির ছাদে উঠে পড়ার কারণে তার গায়ে গরম পানি ঢেলে ঝলসে দেয়া হয়। শুধু তাই নয়, এরপর সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়া হয়। জারিব বর্তমানে বাউফল হাসপাতালে চিকিৎসাধীন। জারিব উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা গেছে, জারিবের ডান হাত, বুক ও গায়ের নিম্নাংশ গরম পানিতে ঝলসে ক্ষতের সৃষ্টি হয়েছে। থুঁতনির নিচের অংশ ফেটে গেছে। সিঁড়িতে চোট পেয়ে পড়ে গেছে ১টি দাঁত। এ অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছিল জারিব। বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আকতারুজ্জামান জানান, জারিবের উন্নত চিকিৎসা প্রয়োজন। জারিবের ছোট বোন নিলুফা ইয়াসমিন জানায়, মঙ্গলবার দুপুরের দিকে জারিব পথ ভুলে বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা খালেক আকনের বাড়ির ছাদে উঠে যায়। এতে খালেক আকনের দুই ছেলে সোহাগ ও সবুজ ক্ষিপ্ত হয়ে জারিবের গায়ে গরম পানি ঢেলে দেয়। এরপর তাকে সিঁড়িতে এনে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। পরে শাকিল নামে এক ব্যক্তি জারিবকে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে বাউফল হাসপাতালে এনে ভর্তি করে।
×