ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় দুই জেডিসি পরীক্ষার্থী এক মাস ধরে নিখোঁজ

প্রকাশিত: ০৭:১৫, ২০ অক্টোবর ২০১৮

 কলাপাড়ায় দুই জেডিসি পরীক্ষার্থী  এক মাস ধরে নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৯ অক্টোবর ॥ জেডিসি পরীক্ষার্থী আবদুল হামিম ও আসমা বেগম এক মাস ধরে নিখোঁজ রয়েছে। হামিমের বাবা হাবিবুর রহমানের অভিযোগ তার ছেলেকে এলাকার মেম্বার দুলাল সিকদার নিয়ে জোর করে বাল্যবিয়ে দিয়েছেন। অপরদিকে আসমার বাবা হারুনের দাবি তার মেয়েকে জোর করে নেয়া হয়েছে। বর্তমানে এ নিয়ে এলাকায় এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছে। কুয়াকাটার মম্বিপাড়ার ঘটনা। মহিপুর থানায় হাবিবুর রহমান একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মুসল্লিয়াবাদ মাদ্রাসার জেডিসির এই দুই শিক্ষার্থীর নিখোঁজকে পুলিশের উপ-পরিদর্শক এনায়েত বলছেন স্বেচ্ছায় প্রেমের টানে এরা উধাও হয়েছে। তবে ইউপি মেম্বার দুলাল সিকদার ঘটনার সময় পুলিশ কিংবা উপজেলা প্রশাসনকে অবহিত করলে এমনটি ঘটত না। তারপরও তারা দুই শিক্ষার্থীকে উদ্ধারের পদক্ষেপ নিয়েছেন বলে জানান। হাবিবুর রহমানের দাবি ১৯ সেপ্টেম্বর তার ছেলে হামিমকে জোর করে নিয়ে বিয়ে দেয়া হয়েছে। এমনকি ওই বিয়েতে তাকে উপস্থিত থাকার জন্য মেম্বার দুলাল সিকদার ফোনে চাপ দেয়। তিনি নিজে নিরাপত্তাহীন রয়েছেন। আছেন আতঙ্কের মধ্যে। ইউপি মেম্বার দুলাল সিকদার জানান, এ বিষয় আমি এইটুকু জানি ছেলে-মেয়ে কই যেন গেছে। আমি বিয়ের ঘটনা জানি না।
×