ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বার মৃত্যু, স্বজনদের হাসপাতাল ভাংচুর

প্রকাশিত: ০৬:৫৮, ২০ অক্টোবর ২০১৮

 ভুল চিকিৎসায়  অন্তঃসত্ত্বার মৃত্যু, স্বজনদের  হাসপাতাল ভাংচুর

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে ভুল চিকিৎসায় তাহমিনা খান (২৫) নামে সাত মাসের এক অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো-এ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের কয়েকটি কাঁচ ভাংচুর করেছে। রোগী মৃত্যুর পর হাসপাতাল ছেড়ে ডাক্তার ও কর্মকর্তারা পালিয়ে যায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ বিষয়ে থানায় কোন অভিযোগ দেয়া হয়নি বলে ওসি আব্দুস সাত্তার মিয়া জানান। ভুল চিকিৎসায় মৃত তাহমিনা খানের দেবর ইমাম কাজী জানান, তার ভাবি দুপুর ১২টার দিকে অসুস্থ বোধ করলে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ার প্রো-এ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। এ সময় ঐ রোগীর সঙ্গে তার মা ও বড় ভাই ইব্রাহিম কাজী ও তাদের ম্যানেজার আবু তাহের মিয়া ছিলেন। পরে হাসপাতালের মহিলা ডাঃ নিশাত তাহমিনা খানকে পরীক্ষা করে তার দেহে দুটি ইঞ্জেকশন পুশ করেন। ইঞ্জেকশন পুশ করার মাত্র ১০ মিনিট পরই রোগীর অবস্থা ধীরে ধীরে অবনতি হতে থাকে। এক পর্যায়ে জরুরী বিভাগ থেকে রোগীকে আইসিও বিভাগে পাঠানো হয়। আইসিও বিভাগে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তার মৃত্যু হয়েছে বলে রোগীর স্বজনদের জানান। এ সময় রোগীর মৃত্যুর খবর পেয়ে তার আত্মীয়স্বজনরা হাসপাতালে এসে বিক্ষোভ করতে থাকে। ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের কয়েকটি কাঁচ ভাংচুর করে। এ সময় হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তারা হাসপাতাল থেকে পালিয়ে যান। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে প্রো-এ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক সালাহউদ্দিন ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ অস্বীকার করে বলেন, রোগী এলে ইঞ্জেকশন তো পুশ করতেই হয়। তবে ভুল ইঞ্জেকশন কিংবা সঠিক ইঞ্জেকশন পুশ করা হয়েছিল কিনা তা আমরা খতিয়ে দেখছি। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার মিয়া জানান, প্রো-এ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতালে সাত মাসের অন্তঃসত্ত্বা তাহমিনাকে অসুস্থ অবস্থায় নিয়ে আসেন তাদের স্বজনরা। স্বজনদের দাবি, ইঞ্জেকশন পুশ করার পর রোগীর মৃত্যু হয়েছে। তাহমিনাকে ভুল চিকিৎসা করা হয়েছে বলে তারা দাবি করেন। আমরা মৃতের আত্মীয়-স্বজনকে লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×