ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভুটানে নির্বাচনে মধ্য-ডানপন্থী ডিএনটি জয়ী

প্রকাশিত: ০৬:৫৭, ২০ অক্টোবর ২০১৮

ভুটানে নির্বাচনে মধ্য-ডানপন্থী ডিএনটি জয়ী

ভুটানের সাধারণ নির্বাচনে মাত্র পাঁচ বছর আগে গড়া ডিএনটি নামের একটি দল বিস্ময়করভাবে জয়লাভ করেছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ২০১৩ সালে গড়া মধ্য-ডানপন্থী দ্রুক নিয়ামরুপ সোগপা (ডিএনটি) দলটি বৃহস্পতিবারের নির্বাচনে অনেকটাই এগিয়ে আছে। খবর এএফপি ও আল-জাজিরার। ভুটানের নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ২০১৩ সালে গড়া ডিএনটি দল বৃহস্পতিবারের নির্বাচনে জাতীয় পরিষদের ৪৭ আসনের মধ্যে ৩০টিতে জয়ী হয়েছে। আর বাকি ১৭টি আসন পেয়েছে দ্রুক ফুয়েনসাম সোগপা (ডিপিটি) দল।
×